সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ গ্যাংস্টার ছোটা শাকিল কি মৃত? অন্তত এমনটাই দাবি বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদপত্রের। জল্পনার মূলে একটি অডিও ক্লিপ। সেখানে টেলিফোনে শাকিলের এক আত্মীয়ের সঙ্গে বিলাল নামে শাকিলের গ্যাংয়েরই এক সদস্যের কথোপকথন রেকর্ড করা রয়েছে। যদিও অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন’।
[নাবালক তত্ত্ব খারিজ, প্রাপ্তবয়স্ক হিসেবেই বিচার প্রদ্যুম্নর হত্যাকারীর]
ছোটা শাকিলের মৃত্যুর খবর নিয়ে মুখে কুলুপ এঁটেছে নয়াদিল্লির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটরিয়েট ও মুম্বই পুলিশ। পুলিশ জানিয়েছে, এখনই শাকিলের মৃত্যর খবরের সত্যতা স্বীকার বা অস্বীকার করার মতো পরিস্থিতিতে নেই তাঁরা। তবে আন্ডারওয়ার্ল্ডের দাবি সত্যি হলে, করাচিতে বসবাসকারী ৫৭ বছরের শাকিল নাকি গত ৬ জানুয়ারি ইসলামাবাদে মারা গিয়েছে। সেখানে নাকি অন্য একটি গ্যাংয়ের সঙ্গে শাকিলের বৈঠক করার কথা ছিল। বৈঠক চলাকালীনই শাকিল হৃদরোগে আক্রান্ত হয়। দেহরক্ষীরা তাকে রাওয়ালপিন্ডির হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তবে পাক গুপ্তচর সংস্থা আইএসআই অবশ্য আরেকটি দাবি তুলেছে। তাদের দাবি, তারাই শাকিলকে হত্যা করেছে। শাকিলকে নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছিল বলেই নাকি রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। শাকিলের মৃত্যুর পর তার দ্বিতীয়পক্ষের স্ত্রী আয়েশা ও পরিবারের অন্যান্য সদস্যদের ডিএইচএ কলোনির ডি-৪৮ ফ্ল্যাটটি ছেড়ে দিতে বলা হয়। শাকিলের পরিবারকে লাহোরে স্থানান্তরিত করা হয়েছে। শাকিলের দুই স্ত্রী, এক পুত্র, দুই কন্যা ও এক নাতনি রয়েছে। এই ছোটা শাকিল বরাবরই ডন দাউদ ইব্রাহিমের দান হাত ছিল। দাউদের অসুস্থতা, মৃত্যু নিয়ে যখনই জল্পনা বেড়েছে, বিবৃতি দিয়ে তা খণ্ডন করেছে শাকিল।