shono
Advertisement

Breaking News

অন্যায়ের রাস্তা পছন্দ নয়, কোরান পাঠে শান্তির বাণী শোনাচ্ছেন ছোটা শাকিলের ছেলে

তাঁকে সাহায্য করেছে দাউদের মৌলানা পুত্র৷ The post অন্যায়ের রাস্তা পছন্দ নয়, কোরান পাঠে শান্তির বাণী শোনাচ্ছেন ছোটা শাকিলের ছেলে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:22 PM Aug 26, 2018Updated: 08:52 PM Aug 26, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাব ছোটা শাকিল কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন৷ অপরাধের জগতে অবাধ আনাগোনা তাঁর৷ তবে বাবার পথে হাঁটলেন না তাঁর একমাত্র ছেলে মুবাশির শেখ৷ অন্যায়ের পথ ছেড়ে সমাজ গড়ার পথ বেছে নিলেন তিনি৷ পাপের রাস্তায় সমাজের ক্ষতি না করে, আধ্যাত্মিক পথে সমাজের মঙ্গল করার ব্রত নিলেন তিনি৷ বাবা ছোটা শাকিলের অন্যায় রাজত্ব থেকে সরে এসে, কোরানে শিক্ষক হলেন তিনি৷

Advertisement

[আমেরিকায় ফের শিখ হেনস্তা, বেধড়ক মারধর অকালি দলের শীর্ষ নেতাকে]

ডি-কোম্পানির সর্বেসর্বা তথা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডান হাত ছোটা শাকিল৷ দাউদের বিভিন্ন অন্যায় ও বেআইনি কাজের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে তার৷ এহেন ছোট শাকিলের ছেলে আধ্যাত্মিক পথ বেছে নেওয়ায় অবাক অনেকেই৷ জানা গিয়েছে, বাবার সঙ্গে করাচিতেই থাকেন তিনি। আঠারো বছরের মুবাশির ছোটা শাকিলের তৃতীয় এবং সবচেয়ে ছোট সন্তান। আরও দুই দিদি রয়েছে তাঁর৷ এত কম বয়সেই কোরানকে গুলে খেয়েছেন তিনি৷ মুখস্থ করে ফেলেছেন কমবেশি ৬২৩৬টি বাণী৷ ইসলাম ধর্মে এই ধরনের আদর্শবান ব্যক্তিকে ‘হাফিজ-ই-কোরান’ বলে উল্লেখ করা হয়৷ বর্তমানে বিভিন্ন স্থানে কোরানের পাঠ দিয়ে থাকেন তিনি৷

[‘দেশ ছাড়ার আগে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন মালিয়া’]

উল্লেখ্য, বাবার পাপের রাস্তায় চলতে অনীহা দেখিয়েছেন দাউদের ছেলেও৷ সমাজের কল্যাণে মৌলানা হয়ে গিয়েছেন তিনিও। সূত্রের খবর, তাঁর সংস্পর্শে এসেই সুস্থ জীবনের রাস্তা ধরেছেন ছোট শাকিলের ছেলে মুবাশির শেখ। অন্ধকার জগতের পথ থেকে সরে এসেছেন তিনি৷ এমনকি বাবার সঙ্গে এক ছাদের তলায় থাকাতেও আপত্তি রয়েছে তাঁর। আশির দশক থেকে উত্থান শুরু হয় ছোটা শাকিলের। ধীরে ধীরে দাউদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে তাঁর৷ ডি কোম্পানিতেও পাকাপাকি জায়গা দখল করে সে৷ ডাউদের আন্ডারওয়ার্ল্ড ব্যবসার অনেকটাই দেখাশোনার দায়িত্ব রয়েছে তাঁর উপরে৷। ১৯৮৮-তে একবার গ্রেপ্তার চারমাস পর জামিন পেয়ে যায় সে৷ পালিয়ে যায় করাচিতে৷ সেখান থেকে দাউদের সঙ্গে যৌথ ভাবে মদত দেয় মুম্বই বিস্ফোরণে৷ দাউদের মতোই এখনও তার খোঁজ চালাচ্ছেন ভারতের গোয়েন্দার৷

The post অন্যায়ের রাস্তা পছন্দ নয়, কোরান পাঠে শান্তির বাণী শোনাচ্ছেন ছোটা শাকিলের ছেলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement