shono
Advertisement

মোদিকে ‘হিরো’বলার পুরস্কার! সুপ্রিম কোর্টে উন্নীত বিচারপতি

নিয়োগ ঘিরে চড়ছে বিতর্ক৷
Posted: 07:05 PM Nov 02, 2018Updated: 07:05 PM Nov 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সুপ্রিম কোর্টে শপথগ্রহণ করলেন নয়া চার বিচারপতি৷ নির্বাচিত হলেন মধ্যপ্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি হেমন্ত গুপ্তা, গুজরাট হাই কোর্টের প্রধান বিচারপতি আর সুভাষ রেড্ডি, পাটনা হাই কোর্টের প্রধান বিচারপতি এম আর শাহ এবং ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তোগি৷ কিন্তু এদের মধ্যে বিচারপতি এম আর শাহের নির্বাচন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ গুজরাট হাই কোর্টে থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হিরো’ বলে সম্বোধন করেছিলেন তিনি৷ ফলে আইনজীবী মহলে মোদি ঘনিষ্ঠ বলেও পরিচয় রয়েছে তাঁর৷

Advertisement

[সাংবাদিক টার্গেট ছিল না, দান্তেওয়াড়া হামলায় বিবৃতি মাওবাদীদের]

জানা গিয়েছে, এই চার বিচারপতির নাম নির্বাচন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন কলেজিয়াম৷ তারপরে সেই নাম পাঠানো হয় আইন মন্ত্রকের কাছে৷ নির্বাচিত নামের উপরে আইন মন্ত্রক সিলমোহর দিলে শীর্ষ আদালতে শুক্রবার শপথ নেন চারজন বিচারপতি৷ চলতি মাসে ও আগামী মাসে অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বরে অবসর গ্রহণ করবেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি কুরিয়েন জোসেফ ও বিচারপতি মদন বি লকুর৷ আগামী বছরের মার্চে অবসর নেবেন বিচারপতি এ কে সিকরি৷ তার আগেই শপথগ্রহণ করলেন এই চার বিচারপতি৷

[মধ্যপ্রদেশে প্রকট কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, টিকিট বিলিকে ঘিরে যুযুধান দিগ্বিজয়-জ্যোতিরাদিত্য]

তবে বিচারপতি এম আর শাহের নিয়োগ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ ২০০৪-এ গুজরাট হাই কোর্টে নিয়োগ করা হয় বিচারপতি এম আর শাহকে৷ একটি ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হিরো’ বলে সম্মোধন করেন বিচারপতি এম আর শাহ৷ এখানেই শেষ নয়, গুজরাট থেকে মধ্যপ্রদেশ হাই কোর্টে তাঁর বদলি হওয়ার কথা থাকলেও এবং তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়াম তাতে মান্যতা দিলেও বদলি হননি বিচারপতি এম আর শাহ৷ আশ্চর্যজনক ভাবে তাঁর বদলির ফাইলটি বাতিল তো করেইনি কেন্দ্র, আবার গ্রহণও করেনি৷ ফাইলটিকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement