বিধান নস্কর, দমদম: স্কুলের পাশ থেকে উদ্ধার অচৈতন্য শিশু। তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা মৃত (Death) বলে ঘোষণা করেন। কী পরিচয় ওই শিশুর? কীভাবেই বা সে লেকটাউন গার্লস হাইস্কুলের পাশে এল, এসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে লেকটাউন (Lake Town) থানার পুলিশ। শিশুর পরিচয় এখনও জানা যায়নি।
শনিবার দুপুরে লেকটাউন গার্লস হাইস্কুলের পাঁচিলের ধারে এক শিশুকন্যাকে (Girl Child) রাস্তার উপর সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকেরা। তার গায়ে একটি চাদর জড়ানো ছিল। তাঁরা খবর দেন লেকটাউন থানায়। এর পর লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
[আরও পড়ুন: যার জন্ম হয়নি তারও জব কার্ড! ১০০ দিনের কাজে ‘তোলাবাজ’ তৃণমূলকে তোপ মোদির]
দিনের আলোয় কীভাবে রাস্তার উপর এভাবে শিশু পড়ে আছে, কে বা কারা এখানে তাকে ফেলে দিয়ে গেল, নাকি অন্য কোনও কারণে শিশুকে খুন করার পরই রাস্তায় ফেলা হল, সেসব প্রশ্ন। তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে লেকটাউনের মতো জনবহুল এলাকায়। বাচ্চাটির পরিচয় এখনও জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ।