shono
Advertisement

Breaking News

তাইওয়ানকে অস্ত্র সাহায্যের প্রতিশ্রুতি আমেরিকার, ক্ষুব্ধ চিন

চুক্তি বাতিলের আর্জি বেজিংয়ের৷ The post তাইওয়ানকে অস্ত্র সাহায্যের প্রতিশ্রুতি আমেরিকার, ক্ষুব্ধ চিন appeared first on Sangbad Pratidin.
Posted: 06:10 PM Sep 25, 2018Updated: 06:10 PM Sep 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেজিংকে বেকায়দায় ফেলে তাইওয়ানকে অস্ত্র সাহায্যের ঘোষণা করল আমেরিকা৷ চিনের এই প্রতিবেশী দেশকে ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার প্রতিরক্ষা সাহায্য দেওয়ার বিষয়ে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে ট্রাম্প প্রশাসন৷ বিভিন্ন সামরিক সরঞ্জামের পাশাপাশি, এফ-১৬ যুদ্ধবিমান ও মিলিটারি এয়ারক্রাফটের যন্ত্রাংশ সরবরাহ করবে তাইওয়ানকে৷ আমেরিকার এই সিদ্ধান্তে যথারীতি ক্ষুব্ধ চিন৷ এর ফলে আমেরিকা-চিনের কূটনৈতিক সম্পর্ক খারাপ হবে বলে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে জিনপিং প্রশাসনের তরফ থেকে৷

Advertisement

[মালদ্বীপের মসনদে ‘ভারত-বন্ধু’ সলিহ, আশঙ্কার কালো মেঘ চিনের কপালে]

একদিকে, আমেরিকার সঙ্গে বাণিজ্যিক যুদ্ধে নেমেছে চিন৷ প্রত্যেক দিনই পরস্পর পরস্পরের বিভিন্ন পণ্যের উপরে শুক্ল চাপাচ্ছে৷ চিনা পণ্যের উপরে আমেরিকা শুক্ল বাড়ালে, পালটা জবাব দিচ্ছে বেজিংও৷ পাশাপাশি, দক্ষিণ চিন সাগরেও তাদের আধিপত্য ক্রমাগত বাড়িয়ে চলেছে চিন৷ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথে নিরাপত্তার চক্রব্যূহ তৈরি করেছে বেজিং৷ দক্ষিণ চিন সাগরের বিভিন্ন দ্বীপ ও বিভিন্ন রিফের উপরে একাধিপত্য কায়েম করেছে তাঁরা৷ তাইওয়ান, ভিয়েতনামের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলিকে একঘরে করে দক্ষিণ চিন সাগরকে নিজেদের সম্পত্তি মনে করতে শুরু করেছে জিনপিং প্রশাসন৷ এমত পরিস্থিতিতে তাইওয়ানকে এফ-১৬ যুদ্ধবিমানের খুচরা যন্ত্রাংশ ও অন্যান্য সামরিক সরঞ্জাম দেওয়ার ঘোষণা করেছে পেন্টাগন৷ আমেরিকার এই সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্টের দপ্তর৷ বিবৃতি দিয়ে জানান হয়েছে, আমেরিকার সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখবে তাঁদের দেশ৷

[আলোচনার টেবিলে বসার সিদ্ধান্ত দুর্বলতা নয়, ভোলবদলে বার্তা ইমরানের]

মার্কিন এই সিদ্ধান্তের বিপক্ষে মঙ্গলই ক্ষোভ প্রকাশ করেছে বেজিং৷ চিনের বিদেশি সামরিক দপ্তরের মুখপাত্র জেন শুয়াং জানান, তাইওয়ানের সঙ্গে আমেরিকার এই চুক্তি বেআইনি৷ আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে এই চুক্তি৷ এর ফলে আমেরিকার সঙ্গে চিনের সম্পর্ক আরও খারাপের দিকে যাবে৷ পাশাপাশি, এই চুক্তি বাতিলেরও জন্য দাবিও পেশ করা হয় চিনের পক্ষ থেকে৷

The post তাইওয়ানকে অস্ত্র সাহায্যের প্রতিশ্রুতি আমেরিকার, ক্ষুব্ধ চিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement