shono
Advertisement

এবার জলের নিচেও নজরদারি চালাবে চিন

বিতর্কিত স্পার্টলি ও পারাসেল দ্বীপগুলিকে সামরিক ঘাঁটিতে পরিণত করছে বেজিং। The post এবার জলের নিচেও নজরদারি চালাবে চিন appeared first on Sangbad Pratidin.
Posted: 02:59 PM Feb 28, 2017Updated: 09:29 AM Feb 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে এবার বিতর্কিত দক্ষিণ চিন সাগরে জলের তলায় পর্যবেক্ষণ কেন্দ্র গড়তে চলেছে চিন৷ সূত্রের খবর, এই কেন্দ্রটি থেকে ওই এলাকায় মজুত খনিজসম্পদ আহরণের উপর গবেষণা ও মার্কিন নৌবাহিনীর উপর নজরদারি চালাবে চিন৷ যদিও বেজিংয়ের দাবি , সমুদ্রের তলায় ঘটা প্রাকৃতিক পরিবর্তনের উপর নজর রাখাই কেন্দ্রটির মূল উদ্দেশ্য৷

Advertisement

তাঁকে খোঁটা দেওয়ার জেরেই বিভ্রান্তি অস্কারে, দাবি ট্রাম্পের

‘চাইনিজ একাডেমি অফ সায়েন্সের’-এর এক গবেষক জানিয়েছেন যে, সাংহাই-র তংজি বিশ্ববিদ্যালয় ও ‘ইনস্টিটিউট অফ একোস্টিক’-এর সাহায্যে ওই পর্যবেক্ষণ কেন্দ্রটি গড়ে তোলা হবে৷ যদিও কেন্দ্রটির ঠিক কোথায় গড়ে তোলা হবে তা জানাননি তিনি৷

লাইভ শোয়ে অতিথির নিতম্বে হাত দিলেন সঞ্চালক, তারপর…

দক্ষিণ চিন সাগরে সীমানা নিয়ে চিনের সঙ্গে বিবাদ রয়েছে ফিলিপাইন, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপান-সহ আরও বেশ কয়েকটি দেশের৷ প্রায় সমস্ত দক্ষিণ চিন সাগর নিজের বলে দাবি জানিয়ে আসছে চিন৷ শুধু তাই নয়, বিতর্কিত স্পার্টলি ও পারাসেল দ্বীপগুলিকে সামরিক ঘাঁটিতে পরিণত করছে বেজিং। এছাড়াও, কয়েকদিন আগেই বিতর্কিত জলরাশিতে ভাসমান পারমাণবিক কেন্দ্র বানানোর কথা ঘোষনা করে কমিউনিস্ট দেশটি৷ বিশাল অর্থনীতি ও দ্রুত বাড়তে থাকা জ্বালানির চাহিদা মেটাতে অত্যন্ত পারমাণবিক কেন্দ্র নির্মানের মূল উদ্দেশ্য বলে দাবি করেছে চিন৷ তবে সামরিক বিশেষজ্ঞদের মতে পরমাণু অস্ত্র নির্মাণে ব্যবহার হতে পারে ওই কেন্দ্রগুলি৷

কৌশলী আলোচনায় ভারত-চিন, চিন্তায় পাকিস্তান

এবার জলের নিচে পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তুলে, ওই এলাকায় আমেরিকা, ভারত ও জাপানের নৌবাহিনীর গতিবিধির উপর নজর রাখবে চিন, বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল৷

OMG! এই শতকের শেষেই বিলুপ্ত হবে অর্ধেক প্রাণিজগত!

The post এবার জলের নিচেও নজরদারি চালাবে চিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement