সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর ফের আইপিএলের সঙ্গে নাম জুড়ছে VIVO-র। আসন্ন আইপিএলে চিনা কোম্পানিকেই টাইটেল স্পনসর হিসেবে বেছে নেওয়া হল। নিলাম শুরু হতেই তা জানিয়ে দিলেন আইপিএল (IPL) চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
গত বছর জুনে উত্তপ্ত হয়ে ওঠে ভারত-চিন গালওয়ান সীমান্ত। দুই দেশের সেনার সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনা জওয়ান। তারপর থেকেই চিনের সঙ্গে দূরত্ব বাড়ে ভারতের। চিনকে ভাতে মারতে এদেশে শয়ে শয়ে চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র। সেই সময়ই প্রশ্ন উঠেছিল, এমন পরিস্থিতিতেও কি আইপিএলের টাইটেল স্পনসর থাকবে VIVO? প্রথমে চিনা কোম্পানিকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে পড়ে সরে আসে বিসিসিআই। শেষমেশ অতিমারীর আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত আইপিএলে ২২২ কোটি টাকার বিনিময়ে টাইটেল স্পনসর হয় ড্রিম ইলেভেন। তখনই অবশ্য VIVO জানিয়েছিল, টুর্নামেন্ট থেকে তারা সাময়িক বিরতি নিচ্ছে। কারণ তাদের সঙ্গে আরও বছর দুয়েকের চুক্তি আছে আইপিএলের। লক্ষ্মীবারই স্পষ্ট হয়ে গেল, VIVO-র কামব্যাক।
[আরও পড়ুন: মর্মান্তিক! পুণেতে ম্যাচ চলাকালীন হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু ক্রিকেটারের]
এক বিবৃতিতে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়, বিসিসিআই ও VIVO মোবাইল ইন্ডিয়া নিজেদের পার্টনারশিপ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পারস্পরিক সমঝোতা করেই ২০২০ সালে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিল কোম্পানিটি। কিন্তু চলতি বছর ফের আইপিএলের নামের পাশে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থাকেই দেখা যাবে।
এদিকে, আজ চেন্নাইয়ে জমজমাট আইপিএলের নিলাম। সাত মরশুম পর ফের নাইট শিবিরে প্রত্যাবর্তন করলেন শাকিব আল হাসান। ৩কোটি ২০ লক্ষ টাকায় বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নিল কেকেআর। এদিকে, ৭ কোটি টাকায় মইন আলিকে কিনল চেন্নাই সুপার কিংস। অতীত রেকর্ড ভেঙে আইপিএল নিলামে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা দাম উঠল ক্রিস মরিসের। প্রোটিয়া তারকা গেলেন রাজস্থান রয়্যালসে। ১৪ কোটি ২৫ লক্ষ টাকায় এবার বিরাটের আরসিবিতে খেলবেন গ্লেন ম্যাক্সওয়েল। অনামী ঝায়ে রিচার্ডসনকে প্রীতির দল নিল ১৪ কোটি টাকায়।