shono
Advertisement

চিন থেকে আসা জুতোর বাক্স তেরঙ্গায় মোড়া, উত্তেজনা উত্তরাখণ্ডে

ভারতকে খাটো করতে চিনের হাত দেখছেন তদন্তকারীরা। The post চিন থেকে আসা জুতোর বাক্স তেরঙ্গায় মোড়া, উত্তেজনা উত্তরাখণ্ডে appeared first on Sangbad Pratidin.
Posted: 08:05 PM Aug 25, 2017Updated: 03:28 PM Oct 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোকলাম নিয়ে ভারতের সঙ্গে চিনের টানাপোড়েন তীব্র হয়েছে। এই আবহে চিন থেকে আসা কয়েক জোড়া জুতোর বাক্স ঘিরে উত্তেজনা তৈরি করেছে। হরিয়ানার আমরোহার এক ব্যবসায়ীর বিষয়টি প্রথমে নজরে আসে। তাঁর কাছে বেশ কিছু জুতোর বাক্স এসেছিল যা তেরঙ্গায় মোড়া। জুতোর বাক্সে মন্দারিন ভাষায় কিছু লেখা ছিল। এই খবর ছড়িয়ে পড়তে পাহাড়ি রাজ্যে হইহই পড়ে গিয়েছে।

Advertisement

[জ্বরে কাবু হয়েই আজ সাফল্যের শীর্ষে নিলেকানি!]

আলমোরার যে দোকানে এমন তেরঙ্গা বাক্সে জুতো পাওয়া গিয়েছিল সেই দোকানদারের সঙ্গে কথা বলে পুলিশ। দোকান মালিক বিষাণ বোরার ধারণা চিন থেকে ওই জুতো আসে। জুতোর বাক্স সবুজ রঙের কাগজে মোড়া। বাক্সের একদিকে জাতীয় পতাকার ছবি। বাক্সের নিচে মন্দারিন ভাষায় কিছু লেখা দেখা যায়। ভারতকে অপদস্থ করতে এ ধরনের কাজ করা হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাদের সংযোজন, ডোকলাম নিয়ে অচলাবস্থার জেরে চিন এই কাজ করেছে। আলমোরার এসএসপি রেণুকা দেবী মনে করেন, ভারতকে খাটো করতে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। জুতোর দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোকান মালিকের বক্তব্য, তিনি ওই জুতো দিল্লির এক ডিস্ট্রিবিউটরের থেকে আনিয়েছিলেন। উত্তরাখণ্ড পুলিশ দিল্লির ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করছে। দোকান মালিক বিষাণ বোরা জানান, বাক্স খোলার পর তিনি চমকে গিয়েছিলেন। বেশ কিছু তেরঙ্গা বাক্সে এ ধরনের জুতো পাওয়া যায়। বিষাণ এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

[দ্রুতগতিতে উলটে গেল স্কুটার, অবাক রক্ষা ৩ আরোহীর]

তবে এই ঘটনায় রাজনৈতিক রং লাগতে সময় লাগেনি। স্থানীয় বিজেপি নেতৃত্ব দ্রুত আসরে নেমে পড়ে। আলমোরার বিজেপির জেলা সভাপতি ললিত লাটওয়াল প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, যারা ভারতের পতাকাকে অবমাননা করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এর পিছনে বড় মাথা রয়েছে। দলের কর্মীরা এই বিষয়টি নজরে রাখবেন বলে জানান ওই বিজেপি নেতা। এর আগে আমাজন-সহ বেশ কিছু সংস্থার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছিল। পরে অবশ্য ওই সব সংস্থা ক্ষমা চেয়ে নিয়েছিল। তবে চিনের এই জুতো আবিষ্কারে উত্তেজনার পারদ নতুন করে চড়তে শুরু করল।

The post চিন থেকে আসা জুতোর বাক্স তেরঙ্গায় মোড়া, উত্তেজনা উত্তরাখণ্ডে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement