shono
Advertisement

বিহারে চাপে বিজেপি! এবার আরও আসন ছাড়ুন নীতীশ, শর্ত চিরাগের

চিরাগের শর্তে কপালে ভাঁজ ফেলেছে বিজেপির।
Posted: 02:23 PM Feb 03, 2024Updated: 03:56 PM Feb 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতীশ কুমারের (Nitish Kumar) প্রত্যাবর্তনে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন এনডিএ জোটের এলজেপি দলের নেতা চিরাগ পাসোয়ান। নীতীশের সঙ্গে প্রয়াত মন্ত্রী রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগের পুরনো বিবাদ এবার কপালে ভাঁজ ফেলেছে বিজেপিরও। জানা যাচ্ছে, এলজেপি-র চিরাগ নাকি বিজেপি-কে নীতীশ নিয়ে কিছু শর্ত দিয়েছেন। বলে রেখেছেন, ২০২৪ -এর লোকসভা নির্বাচনে অন্তত কয়েকটি আসন ছাড়তে হবে নীতীশকে।

Advertisement

বিহারের গত বিধানসভা নির্বাচনের পর থেকেই নীতীশ এবং চিরাগের মধ্যে খিটির-মিটির চলছে। চিরাগের দলকে সমর্থন করার জন্য বিজেপিকে দুষেছিলেন নীতীশ। ২০২২ সালে জোট থেকে বেরিয়েও আসেন তিনি। তাঁর অভিযোগ ছিল, চিরাগের দল অনেক আসনে আলাদা লড়ে জেডিইউ-র ভোট কেটেছে।

[আরও পড়ুন: টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি, ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া রেকর্ডের মালিক জয়সওয়াল]

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহারে ১৭টি আসনে লড়েছিল বিজেপি। ১৭টিতে লড়েছিল নীতীশের দল। আর বাকি ছয় আসন ছিল এলজেপি-র দখলে। চিরাগ বিজেপিকে পরামর্শ দিয়েছেন, যদি তারা ১৭ আসনেই লড়ার সিদ্ধান্ত নেয় তবে নীতীশকে কিছু আসন ছাড়তে হবে। ২০১৯-এ বিজেপি ২২টি আসনে লড়তে চেয়েছিল, কিন্তু আসন সমঝোতার সময় নীতীশের দাবি মেনে পাঁচটি আসন ছাড়তে হয়েছিল। ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, চিরাগ বিজেপিকে বলেছেন এ বার নীতীশ কুমারকে উদারতা দেখাতে হবে। এলজেপি বিজেপির সঙ্গেই রয়েছে। কমপক্ষে ছটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তারা। নীতীশ যদি বেঁকে বসেন তবে এলজেপি দল ২৩টি আসনে লড়ার জন্য প্রস্তুত।

[আরও পড়ুন: পুলিশ সেজে গানপয়েন্টে কলকাতার রাস্তা থেকে ‘অপহরণ’, মাত্র কয়েক ঘণ্টায় উদ্ধার যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement