'রূপ তেরা মস্তানা...', মনমোহিনী চিত্রাঙ্গদা ঘুম কাড়লেন 'দেশি বয়েজ'দের
চিত্রাঙ্গদার ছবিতে উষ্ণ হল নেটপাড়া। দেখুন গ্যালারি।
Tap to expand
উৎসবের মরশুম। নবরাত্রির পর সামনেই দিওয়ালি। আর সেই প্রেক্ষিতেই শাড়িতে নতুন ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করলেন চিত্রাঙ্গদা সিং।
Tap to expand
পরনে সিক্যুইন শাড়ি। তার সঙ্গে মানানসই সাহসী ডিপকাট স্লিভলেস ব্লাউজ। চোখেমুখে লাস্যের ছোঁয়া... আহা!
Tap to expand
সাহসী ফ্যাশনেই নেটপাড়ায় শোরগোল ফেলে দিলেন চিত্রাঙ্গদা সিং। আপনার দিওয়ালি ফ্যাশন টিপস হিসেবে এই সাজ মন্দ নয় কিন্তু!
Tap to expand
'ফেস' নামক এক ম্যাগাজিনের জন্য চিত্রাঙ্গদা সিং ফটোশুট করেছেন। আর সেটাই আপাতত নেটপাড়ায় চর্চার শিরোনামে।
Tap to expand
কোনও ছবিতে আবার কালো পোশাকে ম্যাজিক দেখালেন অভিনেত্রী। হাই থাই স্লিট গাউনে চিত্রাঙ্গদা যেন এখানে আরও সাহসী।
Tap to expand
আরেকটি ছবিতে সমুদ্র সৈকতে নরম রোদ গায়ে মেখে ধরা দিলেন চিত্রাঙ্গদা সিং। ফ্যাশন ম্যাগাজিনের জন্য শুট করা সেসব উষ্ণ ছবি নিজেই শেয়ার করেছেন তিনি।
Tap to expand
চিত্রাঙ্গদার সাহসী সাজে নজর কাড়ল নাকে পরা নথ। সাদা স্টোনের কাজ করা এই নথ, সাজে অতিরিক্ত মাত্রা যোগ করেছে। (ছবি: ইনস্টাগ্রাম)
Published By: Sandipta BhanjaPosted: 07:21 PM Oct 18, 2024Updated: 07:21 PM Oct 18, 2024
চিত্রাঙ্গদার ছবিতে উষ্ণ হল নেটপাড়া। দেখুন গ্যালারি।