shono
Advertisement

Breaking News

নোট বাতিলের সমাধানে এগিয়ে এল চার্চ, খুলে দিল দানপাত্র

কে কত টাকা নিয়ে যাচ্ছেন তার হিসেবও রাখছে না চার্চ কর্তৃপক্ষ৷ The post নোট বাতিলের সমাধানে এগিয়ে এল চার্চ, খুলে দিল দানপাত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 09:23 PM Nov 15, 2016Updated: 03:53 PM Nov 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাহিদা বেশি, জোগান কম৷ ফল, লম্বা লাইনে দাঁড়িয়ে হাপিত্যেশ৷ তাও কারও কপালে টাকা জুটছে, আবার কাউকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে৷ গ্রামাঞ্চলের সমস্যা আরও বড়৷ নুন আনতে যাঁদের পান্তা ফুরায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজখবর তাঁরা রাখবেন কেমন করে? কেমন করেই বা জানবেন এটিএম, মাইক্রো এটিএম-এর ব্যাপার-স্যাপার?

Advertisement

এই সমস্যার সমাধানেই এগিয়ে এল কেরলের থেভাক্কলের সেন্ট মার্টিন ডি পোরেস চার্চ৷ খুলে দেওয়া হয়েছে চার্চের দুটি দানপাত্র৷ যাতে নোট বাতিলের সমস্যায় জর্জরিত গরিব মানুষগুলি নিজেদের প্রয়োজনমতো টাকা তুলে নিয়ে যেতে পারেন৷ রবিবার থেকেই খুলে দেওয়া হয়েছে এই দানপাত্র৷ আশেপাশের গ্রাম থেকে মানুষ এসে প্রয়োজনমতো অর্থ নিয়ে যাচ্ছেন৷

কে কত টাকা নিয়ে যাচ্ছেন তার হিসেবও রাখছে না চার্চ কর্তৃপক্ষ৷ চার্চের ফাদার জিমি পুচাক্কড়ের কথায়, মানুষের টাকা মানুষের প্রয়োজনেই লাগছে৷ এতে আবার হিসেব নেওয়ার কী আছে? চার্চের আশেপাশে প্রায় ২০০ পরিবার বাস করে৷ যাদের অনেকেই এই ব্যবস্থার দ্বারা উপকৃত হয়েছেন৷ গ্রামবাসীদের কাছে এই প্রাপ্তি ঈশ্বরের আশীর্বাদের চাইতে কোনও অংশে কম নয়৷

The post নোট বাতিলের সমাধানে এগিয়ে এল চার্চ, খুলে দিল দানপাত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement