shono
Advertisement

Breaking News

Bangladesh MP Murder

'সাংসদ খুনের তদন্তভার ভারতেরই', জানালেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে, ধৃত শিলাস্তি রহমান তার হয়ে সওয়ালের জন্য কোনও আইনজীবী নিয়োগ করতে চাননি।
Published By: Sayani SenPosted: 12:42 AM Jun 02, 2024Updated: 12:42 AM Jun 02, 2024

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় এখনও পুরোপুরিভাবে কাটেনি রহস্যের জট। নিউটাউনের বহুতলের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরো এবং চুল আদৌ সাংসদ আনোয়ারুল আজিম আনারের কিনা, তা স্পষ্ট নয়। নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষাও করা হতে পারে। রহস্যের জট খুলতে চলছে জোর তদন্ত। যেহেতু বাংলায় বাংলাদেশি সাংসদ খুন হয়েছেন তাই তদন্তভার ভারতেরই, জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Advertisement

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) এক অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংসদ হত্যাকাণ্ড প্রসঙ্গও ওঠে। তিনি বলেন, "মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে, সেহেতু মূল মামলাও ভারতে হয়েছে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে। তাই ভারত এই হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে। আমাদের দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হলে আমাদের পুলিশ বিষয়টি তদন্ত করত। তারা যদি আমাদের থেকে সহযোগিতা চায়, অবশ্যই তা করা হবে।"

[আরও পড়ুন: দিনের পর দিন ধরে ‘মোটা’ বলে কটাক্ষ, সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ মহিলার!]

এদিকে, ৮ দিনের হেফাজত শেষে শুক্রবার এই ঘটনায় ধৃত শিলাস্তি রহমান-সহ তিনজনকে ফের আদালতে তোলা হয়। শিলাস্তি রহমানের মুখে ছিল মাস্ক। আর মাথায় ওড়না। লম্বা ঘোমটা দিয়ে মুখ ঢাকা ছিল তার। শুনানির সময় বিচারক শিলাস্তি রহমানকে জিজ্ঞাসা করেন, "আপনি কি আইনজীবী নিয়োগ করতে চান?" জবাবে শিলাস্তি সাফ জানান, তিনি কোনও আইনজীবী নিয়োগ করতে চান না। অপর দুই অভিযুক্তেরও ছিল না কোনও আইনজীবী। শুনানি শেষে মুখ লুকিয়ে আদালত থেকে বেরন শিলাস্তি। অপর দুই ধৃতকে হেলমেট পরিয়ে আদালত থেকে বের করা হয়।

[আরও পড়ুন: ফাঁকা ফ্ল্যাটে অন্য মহিলাকে নিয়ে ফুর্তিতে মত্ত স্বামী! সাংবাদিকদের সঙ্গে নিয়ে হাতেনাতে ধরলেন স্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় এখনও পুরোপুরিভাবে কাটেনি রহস্যের জট।
  • উদ্ধার হওয়া মাংসের টুকরো এবং চুল আদৌ সাংসদ আনোয়ারুল আজিম আনারের কিনা, তা স্পষ্ট নয়।
  • যেহেতু বাংলায় বাংলাদেশি সাংসদ খুন হয়েছেন তাই তদন্তভার ভারতেরই, জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
Advertisement