সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহর জুড়ে চলছে সিনেমার সবথেকে বড় উৎসব ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অন্যান্য বছরের মতো এ বছরও জমজমাট হয়ে উঠেছে সিনেমার পীঠস্থান নন্দন-সহ কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহ। প্রদর্শিত হচ্ছে দেশবিদেশের নানা ভাষার ছবি যা দেখতে ভিড় জমিয়েছেন সিনেপ্রেমীরা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ষষ্ঠদিনে শহরের কোন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে কোন কোন ছবি জেনে নিন।
১২ নভেম্বর, বুধবার নন্দন ১-এ প্রদর্শিত হবে এদিন বিকেল ৪.৩০টায় 'টেলস অফ উন্ডেড ল্যান্ড'। সন্ধ্যা ৭টায় দেখানো হবে 'ও এজেন্ট সেক্রেটো'। নন্দন -এ দেখানো হবে দুপুর ১.৩০টায় 'আনমোল'। সন্ধ্যা ৬.৩০টায় দেখানো হবে সৌদি আরবের ছবি 'আনআইডেন্টিফায়েড'। নন্দন ৩-এ দেখানো হবে ২টায় যথাক্রমে তিনটি ভারতীয় ছবি। 'দ্য স্প্রিং বার্ড', 'খাবার' ও 'অপার্থিব'।
এদিন শিশির মঞ্চে ১.৩০টায় দেখানো হবে ফিলিপিনসের ছবি 'লোলা'। সন্ধ্যা ৬.৩০টায় দেখানো হবে ছবি 'লোগোস'। রবীন্দ্র সদনে দুপুর ১.৩০টায় দেখান হবে স্পেনের ছবি 'রোমেরিয়া'। সন্ধ্যা ৬.৩০টায় দেখানো হবে সুমন মৈত্র পরিচালিত ছবি 'এ ২'। নজরুল তীর্থ ১-এ দেখানো হবে প্যালেস্টাইনের ছবি 'প্যালেস্টাইন ৩৬'। নজরুল তীর্থ ২-এ দুপুর ২.০০টায় দেখানো হবে প্রবাদপ্রতিম পরিচালক ঋত্বিক ঘটকের ছবি 'সুবর্ণরেখা'। নবীনায় সকাল ৯টায় দেখানো হবে তাইওয়ানের ছবি 'হিম্যান'। রাধা স্টুডিওতে বুধবার সকাল ১১.০০টায় দেখানো হবে 'নয়নতারা'। দুপুর ১.৩০টায় দেখানো হবে 'ঢুন্ড'। বিকেল ৬.৩০টায় দেখানো হবে 'পড়শি'।
