সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরবাজ খানের সঙ্গে দু'দশকের দাম্পত্য ভেঙেছে আগেই। অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের 'পোক্ত' প্রেমেও ভাঙন ধরেছে গতবছর। জীবনের এমন এক মোড়ে এসে পৌঁছেছেন মালাইকা অরোরা, যেখানে তিনি একাই একশো। এদিকে কানাঘুষো, হাঁটুর বয়সি প্রেমিকের হাত ধরে ফের 'ছাঁইয়া ছাঁইয়া গার্ল'-এর জীবনে উঁকি দিয়েছে বসন্ত। এনরিক ইগলেসিয়াসের মুম্বই কনসার্টেই ফাঁস হয়েছিল সেই 'গোপন খবর। তার পর থেকেই চর্চায় মালাইকার নতুন প্রেম। হিরে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে বয়সের ফারাক নিয়ে অহরহ কটাক্ষের শিকার হতে হচ্ছে নায়িকাকে! সম্প্রতি এক সাক্ষাৎকারে সেপ্রসঙ্গেই মুখ খুলেছেন মালাইকা। তাঁর মন্তব্য, "ছেলেরা হাঁটুর বয়সিকে বিয়ে করলে দোষ নেই, মেয়েদের বেলায় যত্ত কটাক্ষ উড়ে আসে।'
আরবাজ-অর্জুন অধ্যায়কে অতীত করে ব্যক্তিগতজীবনের ঝড়-ঝাপটা সামলে অভিনেত্রী বর্তমানে অনেকটাই থিতু হয়েছেন। যদিও বিচারকের আসন ছাড়া বলিউডের সিনেমা-সিরিজের পর্দাতেও ব্রাত্য 'মুন্নি', তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু কৌতূহলের অন্ত নেই অনুরাগীমহলে। মালাইকার ডিভোর্স, প্রেম থেকে সাজপোশাক, সবকিছুই নেটপাড়ার আতসকাচে থাকে প্রতিনিয়ত। যার জেরে একাধিকবার 'বদনামের ভাগী' হতে হয়েছে অভিনেত্রীকে! এবার সেপ্রসঙ্গেই এক সাক্ষাৎকারে বিস্ফোরক মালাইকা অরোরা। বললেন, "হাজার শক্ত (মনের জোর) থাকলেও আপনাকে বিচার করা হবে। যেটাই হোক না কেমন, মেয়েদের সবসময়ে বিচার করা হয়।" এখানেই থামেননি তিনি! নতুন প্রেমিককে নিয়ে নিন্দুকদের কটাক্ষের জবাব দেওয়ার পাশাপাশি প্রাক্তন স্বামী আরবাজ খানের দ্বিতীয় বিয়েকেও পরোক্ষভাবে খোঁচা দিলেন মালাইকা।
সংশ্লিষ্ট সাক্ষাৎকারে অভিনেত্রীর সংযোজন, "আমি এখন যেমন নারীতে পরিণত হয়েছি, সেই পর্যায়ে পৌঁছনোর নেপথ্যে আমার জীবনে বেশ কিছু পুরুষের ভূমিকা রয়েছে। কিন্তু আজকের যুগে, একজন পুরুষ নিজের মতো জীবনযাপন করলে সেটাকে বাহবা দেয় সমাজ। এটা দারুণ! পুরুষরা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর নিজের জীবনে অনায়াসে এগিয়ে যেতে পারে। আবার হাঁটুর বয়সি মেয়েকেও বিয়ে করতে পারে। তখন সকলে বাহবা দিয়ে বলেন- বাহ দারুণ কাজ করেছে! কিন্তু এই একই কাজ যখন কোনও মহিলা করেন, তখন তাকে সমালোচিত হতে হয়। উলটে সেই মহিলাকে প্রশ্ন করা হয়- কেন সে এরকম করছে? ওর কি বোধবুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে? এরকম বস্তাপচা ধ্যানধারণা এবার সত্যিই বন্ধ হওয়া দরকার।"
বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, মালাইকা যাঁর প্রেমে পড়েছেন তিনি আদতে হিরে ব্যবসায়ী। নাম হর্ষ মেহেতা। মালইকার সঙ্গে তাঁর বয়সের ফারাক উনিশ বছর। কানাঘুষো, চব্বিশ সালে অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। মাসখানেক ধরে একে-অপরকে 'ডেট' করছেন তাঁরা। নভেম্বর মাসের গোড়ার দিকেই হর্ষের সঙ্গে রং মিলান্তি পোশাকে এনরিকের কনসার্ট উপভোগ করতে দেখা গিয়েছিল মালাইকাকে। সম্প্রতি সেই বিশেষ বন্ধুকে নিয়ে বিদেশে ছুটি কাটাতেও উড়ে গিয়েছিলেন ভ্রমণবিলাসী নায়িকা। তারপর থেকেই চর্চায় তাঁর নতুন প্রেমজীবন। এবার হাঁটুর বয়সি সঙ্গীকে বিয়ে করার বার্তা দিয়ে কি নিজের বিয়ের পিঁড়িতে বসার জল্পনা উসকে দিলেন নায়িকা? তেমন কৌতূহলই বিনোদুনিয়ায়।
