সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার অন্দরে কান পাতলেই নানা সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তা নতুন সম্পর্কের শুরুয়াতই হোক বা সম্পর্ক শেষ হওয়ার। ঠিক সেভাবেই কিন্তু বহুদিন ধরে ইন্ডাস্ট্রির অন্দরে ঘুরপাক খাচ্ছে সৌরসেনী মৈত্র ও নিখিল জৈনের সম্পর্কের গুঞ্জন। নুসরতের প্রাক্তনকেই নাকি মন দিয়েছিলেন সৌরসেনী, এমনটাই শোনা গিয়েছিল। চলতি বছরের শুরুতেই সেই গুঞ্জনে খানিক ঘৃতাহুতি দিয়েছিলেন সৌরসেনী নিজেই। যদিও নিজেদের 'বন্ধু' বলেই পরিচয় দিয়েছেন বরাবর। এবার ফের তাঁদের দু'জনের সম্পর্ক নিয়ে সরগরম টলিপাড়া। নেপথ্যে কোন কারণ জানেন?
সম্প্রতি এক অনুষ্ঠানে এক বিস্ফোরক মন্তব্য করে বসেন সৌরসেনী। এবারের শীতে কী মিস করবেন টলিপাড়ার মডেল-অভিনেত্রী নিজে মুখেই তা স্বীকার করেন। বলেন, "এবার শীতে একটা জিনিস ভীষণ মিস করব। প্রতি বছর বয়ফ্রেন্ডের হুডি চুরি করতাম। এবার তা আর হবে না। এটা আর পূরণ হবে না। তাই মনে হচ্ছে এ বছর নিজেকেই একটা নতুন হুডি কিনতে হবে।" আর এখান থেকেই ফের নতুন করে চর্চায় উঠে এসেছে তাঁদের প্রেমকাহিনী। তাহলে কি নিখিলের সঙ্গে সম্পর্ক শেষের ইঙ্গিত দিলেন সৌরসেনী? নাকি এ শুধুই আলোচনায় থাকার কৌশল? তা যদিও বোঝা যায়নি।
বলে রাখা ভালো, ২০২৩ সালে বেনারসে নিখিলের বিপনির একটি শুটিংয়ে গিয়েই নাকি দু'জনের মধ্যে রসায়ন দানা বাঁধে। প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। ২০২৫ সালের শুরুতেই একটি পোস্ট করেছিলেন সৌরসেনী। ওই পোস্টে নিখিলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি নিখিলকে। শহরের বিভিন্ন পার্টিতে একাধিকবার একসঙ্গে দেখাও গিয়েছে তাঁদের। তবে এসব আলোচনার মাঝেই বছরের মাঝামাঝি তাঁদের সম্পর্ক ভাঙার গুঞ্জনও শোনা যায়। যদিও এই নিয়ে তাঁরা কেউই কখনও মুখ খোলেননি। তবে এবার অভিনেত্রীর ইঙ্গিতবাহী মন্তব্য যেন বুঝিয়ে দিল এই পথচলা শেষ হয়েছে অনেক আগেই।
