shono
Advertisement

Breaking News

Aamir Khan

'মহাভারত' বানিয়েই ফিল্মি কেরিয়ারকে আলবিদা? অবসরের জল্পনা নিয়ে মুখ খুললেন আমির

'ফ্লপ স্টার' তকমা নিয়েই কি ফিল্মি দুনিয়া থেকে অবসর নেবেন অভিনেতা?
Published By: Sandipta BhanjaPosted: 08:41 PM Jun 12, 2025Updated: 08:41 PM Jun 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'মহাভারত'কে সিনেপর্দায় নিয়ে এসে স্বপ্নপূরণ করতে চলেছেন আমির খান, সেকথা আগেই জানিয়েছিলেন। আর ঠিক সেই সময়েই 'মিস্টার পারফেকশনিস্ট'-এর অবসরের জল্পনার সূত্রপাত! সত্যিই কি এই মহাকাব্যকে বড়পর্দায় নিয়ে আসার পর ফিল্মি কেরিয়ারকে আলবিদা জানাতে চলেছেন বলিউড অভিনেতা? এমন প্রশ্নে তোলপাড় বিনোদুনিয়া। মন খারাপ আমির অনুরাগীদের। কারণ বিগত আট বছর ধরেই তাঁদের প্রিয় সুপারস্টারের ঝুলিতে হিট সিনেমা নেই। তাঁদের আক্ষেপ, ফ্লপ স্টার তকমা নিয়েই কি ফিল্মি দুনিয়া থেকে অবসর নেবেন আমির? এমন জল্পনা তুঙ্গে উঠতেই মুখ খুললেন অভিনেতা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, "মহাভারত আমার শেষ প্রজেক্ট নয়। আসলে এখন বিষয়টা অন্যরকম হয়ে দাঁড়িয়েছে। আপনি যাই বলুন না কেন, সেটাকে ঘুরিয়ে অন্য একটা মানে বের করা হয়। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে- এমন কোনও সিনেমা রয়েছে, যেটা করার পর আমার মনে হতে পারে, অনেক হয়েছে, এবার ফিল্মি কেরিয়ারকে বিদায় জানালেও হবে? তার উত্তরেই আমি বলি- স্বাভাবিকভাবেই আমি বরাবর শক্তিশালী কোনও চিত্রনাট্যকে বেছে নিই। আর সেই প্রেক্ষিতেই আমি মহাভারত ছবিটার কথা বলেছিলাম। আর সেটা শুনে মানুষ ভেবে নিয়েছে, মহাভারতই বোধহয় আমার শেষ ছবি হতে চলেছে। আমার উত্তরটা কেউ ঠিক করে শুনলই না।"

সম্প্রতি এবিপি নেটওয়ার্কের এক অনুষ্ঠানে এসে বড় খবর দিলেন অভিনেতা। আমির জানিয়েছেন, “আমার বহুদিনের স্বপ্ন মহাভারতের আঁধারে সিনেমা তৈরি করব। এবার সেই স্বপ্নপূরণ করার সময় চলে এসেছে। দেখি আমি নিজে কোনও চরিত্রে অভিনয় করতে পারি কিনা?” অতীতে শোনা গিয়েছিল, কৃষ্ণ এবং কর্ণ- মহাভারতের এই দুই পোক্ত চরিত্র নিয়ে ধন্দে পড়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। কোন চরিত্রটা নিজের জন্য বেছে নেবেন? সিদ্ধান্ত নিতে পারছেন না! সেইসময়ে এমন গুঞ্জনও শোনা গিয়েছে যে, আমির খানের মহাভারত-এ একটা বড় চমক হতে চলেছে কাস্টিং! ভীষ্মের ভূমিকায় অমিতাভ বচ্চন, অর্জুনের চরিত্রে হৃতিক রোশন এবং দ্রৌপদীর ভূমিকায় ঐশ্বর্য রাই বচ্চনকে ভেবে রেখেছেন অভিনেতা-পরিচালক। তবে সময় বদলেছে। বর্তমানেও কাস্টিংয়ের ক্ষেত্রে তেমনই ভাবনা রেখেছেন কিনা, সেটা খোলসা করেননি আমির খান। তবে এবার যে তিনি মহাভারতকে বড়পর্দায় নিয়ে আসতে মরিয়া, তা বেশ বোঝা গেল।

বিগত দেড় দশক ধরেই এই মহাকাব্যকে বড়পর্দার জন্য তৈরি করার পরিকল্পনা করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। কিন্তু একাধিকবার ইতিহাস কিংবা পুরাণভিত্তিক বলিউড সিনেমাকে যেভাবে বিতর্কে জড়াতে হয়েছে, সম্ভবত সেই কারণেই আর ‘মহাভারত’ (Mahabharata) তৈরি করার স্পর্ধা দেখাননি আমির। উপরন্তু লাগাতার ফ্লপের ফাঁড়া লেগেই রয়েছে তাঁর জীবনে! সেই ‘অভিশপ্ত কেরিয়ার’-এর মোড় ঘোরাতেই কি এবার মহাভারতে মন দিলেন তিনি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'মহাভারত'কে সিনেপর্দায় নিয়ে এসে স্বপ্নপূরণ করতে চলেছেন আমির খান, সেকথা আগেই জানিয়েছিলেন।
  • আর ঠিক সেই সময়েই 'মিস্টার পারফেকশনিস্ট'-এর অবসরের জল্পনার সূত্রপাত!
  • আমির জানিয়েছেন, "মহাভারত আমার শেষ প্রজেক্ট নয়।"
Advertisement