shono
Advertisement
Aamir Khan on Mahabharata

অভিশপ্ত কেরিয়ার! ফ্লপের ফাঁড়া কাটিয়ে কপাল ফেরাতে 'মহাভারত' বানাচ্ছেন আমির খান

লাগাতার ফ্লপের জেরে ঘিরে ধরেছে অবসাদ! মহাভারতে মন দিলেন আমির খান।
Published By: Sandipta BhanjaPosted: 05:11 PM Feb 23, 2025Updated: 05:11 PM Feb 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জল্পনা নয়, এবার 'মহাভারত'কে সিনেপর্দায় নিয়ে এসে স্বপ্নপূরণ করতে চলেছেন আমির খান (Aamir Khan)। বিগত দেড় দশক ধরেই এই মহাকাব্যকে বড়পর্দার জন্য তৈরি করার পরিকল্পনা করছেন 'মিস্টার পারফেকশনিস্ট'। কিন্তু একাধিকবার ইতিহাস কিংবা পুরাণভিত্তিক বলিউড সিনেমাকে যেভাবে বিতর্কে জড়াতে হয়েছে, সম্ভবত সেই কারণেই আর 'মহাভারত' (Mahabharata) তৈরি করার স্পর্ধা দেখাননি আমির। উপরন্তু লাগাতার ফ্লপের ফাঁড়া লেগেই রয়েছে তাঁর জীবনে! সেই 'অভিশপ্ত কেরিয়ার'-এর মোড় ঘোরাতেই কি এবার মহাভারতে মন দিলেন তিনি?

Advertisement

সম্প্রতি এবিপি নেটওয়ার্কের এক অনুষ্ঠানে এসে বড় খবর দিলেন অভিনেতা। আমির জানিয়েছেন, "আমার বহুদিনের স্বপ্ন মহাভারতের আঁধারে সিনেমা তৈরি করব। এবার সেই স্বপ্নপূরণ করার সময় চলে এসেছে। দেখি আমি নিজে কোনও চরিত্রে অভিনয় করতে পারি কিনা?" অতীতে শোনা গিয়েছিল, কৃষ্ণ এবং কর্ণ- মহাভারতের এই দুই পোক্ত চরিত্র নিয়ে ধন্দে পড়েছেন 'মিস্টার পারফেকশনিস্ট'। কোন চরিত্রটা নিজের জন্য বেছে নেবেন? সিদ্ধান্ত নিতে পারছেন না! সেইসময়ে এমন গুঞ্জনও শোনা গিয়েছে যে, আমির খানের মহাভারত-এ একটা বড় চমক হতে চলেছে কাস্টিং! ভীষ্মের ভূমিকায় অমিতাভ বচ্চন, অর্জুনের চরিত্রে হৃতিক রোশন এবং দ্রৌপদীর ভূমিকায় ঐশ্বর্য রাই বচ্চনকে ভেবে রেখেছেন অভিনেতা-পরিচালক। তবে সময় বদলেছে। বর্তমানেও কাস্টিংয়ের ক্ষেত্রে তেমনই ভাবনা রেখেছেন কিনা, সেটা খোলসা করেননি আমির খান। তবে এবার যে তিনি মহাভারতকে বড়পর্দায় নিয়ে আসতে মরিয়া, তার ইঙ্গিত দিলেন জনসমক্ষেই। পাশাপাশি এবার থেকে শিশুদের জন্য কন্টেন্টের উপরও মন দেবেন বলে  জানিয়েছেন তিনি। 

এদিকে শেষ ৮ বছরে 'হিট'-এর মুখ দেখেননি আমির খান। যে দুটো সিনেমার জন্য এক বুক আশা রেখেছিলেন, কোমর বেঁধে বহু কসরত করেছিলেন, সেই দুটো ছবির ব্যবসাই বিশ বাঁও জলে গিয়েছে। বহু পরিশ্রমের ফসল 'ঠাগস অফ হিন্দোস্তান' দিয়ে ডুবেছিলেন। আর 'লাল সিং চাড্ডা'ও ফেরাতে পারেনি তাঁর কপাল। তারপর থেকেই যেন খানিকটা মুষড়ে পরেছেন আমির খান। বর্তমানে লাইমলাইটের আড়ালেই থাকতে পছন্দ করেন। সেদিনের অনুষ্ঠানে আমির অকপটেই স্বীকার করে নেন যে, ২০২২ সালে 'লাল সিং চাড্ডা' বক্স অফিসে ব্যর্থ হওয়ায় অবসাদে ভুগতে শুরু করেন তিনি। কেরিয়ার থেকে ব্রেকও ঘোষণা করেছিলেন। 'ব্রেক কে বাদ' এবার সম্ভবত মহাভারত নিয়ে বড় পরিসরে প্রত্যাবর্তন করতে চলেছেন আমির খান। তেমনটা আশা করাই যায়। কারণ গত ১০ বছর ধরে এই ছবির চিত্রনাট্য একটু একটু করে সাজিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জল্পনা নয়, এবার 'মহাভারত'কে সিনেপর্দায় নিয়ে এসে স্বপ্নপূরণ করতে চলেছেন আমির খান
  • বিগত দেড় দশক ধরেই এই মহাকাব্যকে বড়পর্দার জন্য তৈরি করার পরিকল্পনা করছেন 'মিস্টার পারফেকশনিস্ট'।
  • গত ১০ বছর ধরে এই ছবির চিত্রনাট্য একটু একটু করে সাজিয়েছেন তিনি।
Advertisement