shono
Advertisement
Aamir Khan

'রোজ একটা বোতল...', প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হতেই 'দেবদাস' হয়ে উঠেছিলেন আমির!

জীবনের সেই পর্ব তাঁকে যে অনেক শিক্ষা দিয়েছে সেকথাও বলেছেন আমির।
Published By: Biswadip DeyPosted: 04:35 PM Mar 23, 2025Updated: 04:53 PM Mar 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০২ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত 'দেবদাস'। অথচ সেই ছবি মুক্তির বছর থেকেই অফস্ক্রিনে 'দেবদাস' হয়ে উঠেছিলেন আরেক খান। তিনি আমির খান। প্রথম স্ত্রী রিনার সঙ্গে ১৬ বছরের দাম্পত্য জীবন শেষ হওয়ার পর ভেঙে পড়েছিলেন তিনি। হয়ে উঠেছিলেন মদ্যপ। দৈনিক একটি বোতল শেষ করে ফেলতেন। কোনও গুঞ্জন নয়, নিজেই একথা জানিয়েছেন অভিনেতা।

Advertisement

এক বিনোদন ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময় ৬০ বছরের অভিনেতা জানিয়েছেন, ''রিনা ও আমার ব্রেক আপের পর দু-তিনটে বছর আমি সেই শোকের মধ্যে ছিলাম। কাজ করতে পারছিলাম না। ছবির চিত্রনাট্যও শুনতাম না। বাড়িতেই একা একা থাকতাম। এবং অন্তত দেড় বছর আমি প্রচুর মদ খেয়েছি। আসলে রিনার সঙ্গে ছাড়াছাড়ির পর আমি ভেবে পাচ্ছিলাম না সামনে কী। রাতে ঘুমোতে পারতাম না। আর সেই সময় থেকেই আমি মদ খাওয়া শুরু করি। এমন একজন যে কখনও সখনও মদ্যপান করত, সে হয়ে উঠল নিয়মিত মদ্যপ যে একদিনে একটা বোতল শেষ করে দিত। আমি দেবদাস হয়ে উঠেছিলাম। একেবারে দেবদাস। এমন একজন যে নিজেকে ধ্বংস করে ফেলতে চাইছিল। আমি সেই সময় গভীর অবসাদে ছিলাম। এমনটা দেড় বছর ধরে চলেছিল।''

জীবনের সেই পর্ব তাঁকে যে অনেক শিক্ষা দিয়েছে সেকথাও বলেছেন আমির। তাঁর কথায়, ''আপনাকে আপনার পরাজয়গুলির মোকাবিলা করতেই হবে। এবং মেনে নিতে হবে এটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আপনারই ছিল, অথচ আজ আর আপনার কাছে নেই।''

আমির ও রিনার বিয়ে হয়েছিল ১৯৮৬ সালে। তাঁদের দুই সন্তান ইরা ও জুনাইদ খান। ২০২২ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়। ২০০৫ সালে আমিরের সঙ্গে সাক্ষাৎ হয় কিরণ রাওয়ের। কিন্তু সেই বিয়েও ভেঙে যায় ১৬ বছর আগে। তাঁদের একটি ছেলে রয়েছে। এখন বছর দেড়েক ধরে আমির ডেট করছেন গৌরী প্র্যাটের সঙ্গে। সদ্যই নিজের প্রেমিকার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০০২ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত 'দেবদাস'। অথচ সেই ছবি মুক্তির বছর থেকেই অফস্ক্রিনে 'দেবদাস' হয়ে উঠেছিলেন আরেক খান। তিনি আমির খান।
  • প্রথম স্ত্রী রিনার সঙ্গে ১৬ বছরের দাম্পত্য জীবন শেষ হওয়ার পর ভেঙে পড়েছিলেন তিনি। হয়ে উঠেছিলেন মদ্যপ।
  • দৈনিক একটি বোতল শেষ করে ফেলতেন। কোনও গুঞ্জন নয়, নিজেই একথা জানিয়েছেন অভিনেতা।
Advertisement