shono
Advertisement
Abhijeet Bhattacharya

'কেউ মনে রাখে না', ডুয়া লিপার 'বাদশা' গানের ভিডিও ভাইরাল হতেই অভিমানী অভিজিৎ

কী বললেন 'ওহ লড়কি জো সবসে অলগ হ্যায়...' গায়ক?
Published By: Sandipta BhanjaPosted: 08:37 PM Dec 01, 2024Updated: 08:37 PM Dec 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে কনসার্ট করতে এসে ডুয়া লিপার (Dua Lipa) কণ্ঠে শাহরুখ খান অভিনীত 'বাদশা' ছবির গানের ম্যাশআপ। আর সেই সূত্রে নেটপাড়ায় সকলে বাদশার জয়গান গাইতেই অভিমানী অভিজিৎ ভট্টাচার্য। সটান এক অনুরাগীর মন্তব্য শেয়ার করে বলেই দিলেন, 'দেশে নায়কদের নিয়ে যতটা মাতামাতি করা হয় গায়কদের কথা কেউ মনে রাখে না।'

Advertisement

নয়ের দশকে শাহরুখ খানের (Shah Rukh Khan) সিনেমা মানেই তাতে অভিজিৎ ভট্টাচার্যর (Abhijeet Bhattacharya) কণ্ঠে মাস্ট! একসময় মশকরা করে বলা হত, বাঙালি গায়কের গানের জেরেই ইন্ডাস্ট্রি তাঁকে 'বাদশা' তকমা দিয়েছে। সেই নাম এখন অনুরাগীদের মুখে মুখে। কুমার শানু কিংবা উদিত নারায়ণের গানেও লিপ দিয়েছেন শাহরুখ, কিন্তু অভিজিৎ ভট্টাচার্যর কণ্ঠে তাঁর সিনেমা যে কটা গান রয়েছে, তার সবকটাই একসময়ে চার্টবাস্টারে রাজত্ব করত। কিন্তু ২০০৯ সালের পর থেকেই কিং খানের সঙ্গে অভিজিতের সম্পর্কের অবনতি ঘটে। 'বিল্লু'র পর থেকে শাহরুখের সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছেন তিনি। এবার ডুয়া লিপার কনসার্টে নিজের গাওয়া গানে যখন শাহরুখকে নিয়ে এত মাতামাতি দেখলেন, তখন অভিমানের সুর অভিজিতের কণ্ঠে।

আসলে ডুয়ার গান ‘লেভিট্যাটিং’-এর সঙ্গে শাহরুখের ‘বাদশা’ সিনেমার ‘ওহ লড়কি’ গানটি মিশিয়ে ‘ম্যাশআপ’ তৈরি করা হয়েছিল। তা সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। কনসার্টের মাঝে সেই গানই গেয়ে ওঠেন ব্রিটিশ পপ তারকা। সঙ্গে উপস্থিত জনতা চিৎকার করে ওঠেন। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আর শাহরুখকন্যা সুহানা নিজের ইনস্টা স্টোরি হিসেবে শেয়ার করেছেন। ডুয়া লিপা ও শাহরুখের নাম পাশাপাশি লিখে মাঝে ভালোবাসার ইমোজি ও শেষে ভারতীয় পতাকার ইমোজি দিয়েছেন সুহানা। নেটপাড়া যখন বলছে, 'গানেই মিলে গেলেন ডুয়া ও শাহরুখ', তখন সত্যিই তো কেউ একবারের জন্যেও গায়ক অভিজিৎ ভট্টাচার্যের নামোল্লেখ করলেন না। 'ওহ লড়কি জো সবসে অলগ হ্যায়...', এই গান তো তাঁরই কণ্ঠে গাওয়া। যা কিনা আজও নবীন প্রজন্মের কণ্ঠেও ফেরে। কিন্তু ডুয়ার কনসার্টে 'বাদশা'র গান নিয়ে সকলে কেন অভিনেতা শাহরুখ খানের নাম করছেন? কিং খানের বড় ভক্ত হয়েও আক্ষেপ অভিজিতের। সোশাল মিডিয়ায় অভিজিতের এক অনুরাগী ক্ষোভ উগড়ে দিয়েছেন এপ্রসঙ্গে। আর সেই মন্তব্যই ইনস্টা স্টোরিতে দিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন গায়ক। সেখানে লেখা- 'আমরা এমন একটা দেশে বাস করি, যেখানে শিল্পীর নাম একবারও উল্লেখ করা হয় না। গায়কদের কথা মনে রাখা তো দূরঅস্ত, কেউ পাশেও থাকে না। নায়কদেরই কেন গুরুত্ব দেওয়া হয় সবসময়ে? আমি নিশ্চিত, ডুয়া লিপার নিশ্চয়ই গানটা শুনে ভাল লেগেছে, দেখে নয়। এই দেশের সংবাদমাধ্যমও কোনও গায়কদের কৃতিত্ব দেয় না।'

‘বড়ি মুশকিল হ্যায়’, ‘জারা সা ঝুম লু ম্যায়’, ‘ম্যায় কোই অ্যাইসা গীত’ থেকে ‘তুমহে জো ম্যায়নে দেখা’, ‘ধুম তা না’র মতো শাহরুকের ছবিতে বহু সুপারহিট গান রয়েছে। প্রসঙ্গত, বরাবর সোজাসাপটা কথা বলে সংবাদের শিরোনামে থাকেন অভিজিৎ ভট্টাচার্য। যার জেরে কাজের জায়গাতেও কম ভুগতে হয়নি তাঁকে! অতীতে এক ঝামেলার জন্য শাহরুখ খানের সঙ্গেও তাঁর কাজ করা বন্ধ হয়ে গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতে কনসার্ট করতে এসে ডুয়া লিপার কণ্ঠে শাহরুখ খান অভিনীত 'বাদশা' ছবির গানের ম্যাশআপ।
  • সেই সূত্রে নেটপাড়ায় সকলে বাদশার জয়গান গাইতেই অভিমানী অভিজিৎ ভট্টাচার্য।
  • সটান এক অনুরাগীর মন্তব্য শেয়ার করে বলেই দিলেন, 'দেশে নায়কদের নিয়ে যতটা মাতামাতি করা হয় গায়কদের কথা কেউ মনে রাখে না।'
Advertisement