shono
Advertisement
The Sabarmati Report

অদৃষ্ট! ফিল্ম থেকে বিক্রান্তের বিরতি ঘোষণার দিনই পার্লামেন্টে 'দ্য সবরমতী রিপোর্ট' দেখবেন মোদি

সোমবার বিকেল চারটেয় স্পেশাল স্ক্রিনিং হতে চলেছে পার্লামেন্টে।
Published By: Sandipta BhanjaPosted: 02:47 PM Dec 02, 2024Updated: 02:47 PM Dec 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অদৃষ্টের কী হিসেব! ঠিক যেদিন বিক্রান্ত মাসে ফিল্মি দুনিয়া থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি ঘোষণা করলেন, ঠিক সেদিনই পার্লামেন্টে 'দ্য সবরমতী রিপোর্ট' দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০০২ সালের গোধরা কাণ্ড অবলম্বনে তৈরি সিনেমায় সাংবাদিকের চরিত্রে অভিনয় করার জন্য মোদি-শাহ আগেই বিক্রান্তের পিঠ চাপড়েছিলেন। এমনকী সিনেমার মাধ্যমে আমজনতার পাতে সত্য উন্মোচনের জন্য ধন্যবাদও জানিয়েছিলেন। এবার সেই সিনেমারই স্পেশাল স্ক্রিনিং হতে চলেছে পার্লামেন্টে।

Advertisement

সোমবার বিকেল চারটেয় 'দ্য সবরমতী রিপোর্ট' দেখানো হবে পার্লামেন্টে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সদ্য সিনে কেরিয়ার থেকে বাণপ্রস্থ ঘোষণা করা বিক্রান্ত মাসে। এছাড়াও প্রযোজক একতা কাপুর, পরিচালক ধীরজ শর্মা, অভিনেত্রী রিদ্ধি ডোগরা প্রমুখ থাকছেন পার্লামেন্টে আয়োজিত এই স্পেশাল স্ক্রিনিংয়ে। সংসদভবনের লাইব্রেরি বিল্ডিংয়ের বলযোগী অডিটোরিয়ামে মোদি থাকবেন বিকেলে চারটেয়। সকলের সঙ্গে সিনেমা উপভোগ করবেন। গোধরা কাণ্ডের সময়ে মোদি ছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী। সেই ইস্যু নিয়ে কম রাজনৈতিক জলঘোলা হয়নি! বিতর্কিত ঘটনা অবলম্বনে ছবিতে অভিনয় করে প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন বিক্রান্ত। সম্ভবত সেই কারণেই 'দ্য সবরমতী রিপোর্ট' ছবিটি ঘিরে দর্শকদের এক কৌতূহল। যে সিনেমার এবার সংসদভবন সফর হতে চলেছে।

ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই এই ছবির সঙ্গী ছিল বিতর্ক। তবে রিলিজের তিন দিনের মাথাতেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে প্রশংসা আসে। 'দ্য সবরমতী রিপোর্ট' ছবির ভূয়সী প্রশংসা করে মোদি লেখেন, 'সত্যিটা এই ছবির মাধ্যমে উন্মোচিত হয়ে খুব ভালো হল। যেখানে সাধারণ মানুষের কাছেও সত্যিটা পৌঁছে যাবে। ভুয়ো তথ্য কিংবা অপপ্রচারের আয়ু খুব বেশিদিন হয় না। স্বাভাবিকভাবেই সত্যিটা বেরিয়ে আসে।' প্রশংসা করেছেন অমিত শাহও। এমনকী বিজেপি শাসিত দুই রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাটেও করমুক্ত করে দেওয়া হয় এই ছবিকে। এদিকে রবিবার ভোররাতেই অভিনয় থেকে বিরতি ঘোষণা করেছেন বিক্রান্ত মাসে। যে খবর নিয়ে আসমুদ্র হিমাচলের ভক্তদের মন খারাপ।

ফিল্মি কেরিয়ার মধ্যগগনে। জাতীয় পুরস্কার। সিনেসমালোচক থেকে দর্শকমহলের কলমে ঝকঝকে মার্কশিট। ‘টুয়েলভথ ফেল’ দিয়ে বক্স অফিসের অঙ্কেও ফুলমার্কস নিয়ে পাশ করেছেন। টেলিপর্দা থেকে অভিনয় সফর শুরু করা সেই ছেলেটি বড়পর্দাতেও অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন। যাঁর হাতে ধরা দিয়েছে জাতীয় পুরস্কারও। সদ্য ‘ফিল্মি দুনিয়ার সেরা ব্যক্তিত্বের’ খেতাব পেয়েছেন ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। আর দেড় দশকের তিল তিল করে গড়ে তোলা কেরিয়ারে যখন সদ্য সাফল্য ধরা দিয়েছে, তখনই অভিনয় থেকে বাণপ্রস্থ ঘোষণা করলেন বিক্রান্ত মাসে (Vikrant Massey)। তবে শেষপাতে এও জানিয়ে দিয়েছেন যে, শেষবারের জন্য ২০২৫ সালে আবার দেখা হবে দর্শকদের সঙ্গে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার বিকেল চারটেয় 'দ্য সবরমতী রিপোর্ট' দেখানো হবে পার্লামেন্টে।
  • জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সদ্য সিনে কেরিয়ার থেকে বাণপ্রস্থ ঘোষণা করা বিক্রান্ত মাসে।
  • সংসদভবনের লাইব্রেরি বিল্ডিংয়ের বলযোগী অডিটোরিয়ামে মোদি থাকবেন বিকেলে চারটেয়।
Advertisement