সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরই বিয়ে করেছিলেন। কন্নড় টেলিভিশনে চুটিয়ে কাজ করছিলেন। একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন। আচমকাই মৃত্যু কন্নড় অভিনেত্রী শোভিতা শিবন্নার। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হায়দরাবাদের কাছে গাছিবৌলি থানা এলাকার বাড়িতে অভিনেত্রীর দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক ধারণা, আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী।
জানা গিয়েছে, ১৯৯২ সালে কর্নাটকে জন্ম শোভিতার। সেখানেই পড়াশোনা। বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেন তিনি। সেখান থেকে ডিগ্রি পাওয়ার পর কন্নড় সিনেমার জগতে ভাগ্য পরীক্ষা করতে চলে আসেন। 'গালিপাতা', 'মঙ্গল গৌরী', 'ব্রহ্মগান্টু'র মতো একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন শোভিতা। সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। সেই তালিকায় রয়েছে, 'এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার', 'বন্দনা'র মতো সিনেমা। সুপারহিট 'কেজিএফ' সিনেমাতেও নাকি ছোট্ট এক চরিত্রে ছিলেন এই অভিনেত্রী।
গত বছরের মে মাসে প্রেমিক সুধীরকে বিয়ে করেন শোভিতা। বিয়ের পর নাকি তিনি সিনেমা ও সিরিয়ালে অভিনয় করা ছেড়ে দিয়েছিলেন। কন্নড় ইন্ডাস্ট্রি ছেড়ে নাকি হায়দরাবাদের গাছিবৌলি থানা এলাকার বাড়িতে ঘরকন্না সামলাচ্ছিলেন অভিনেত্রী। শোনা গিয়েছে, সেখানেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে নাকি আত্মঘাতী হয়েছেন শোভিতা।
অভিনেত্রীর দেহ উদ্ধার করে স্থানীয় গান্ধী হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই ময়নাতদন্ত করা হবে। তার পর মরদেহ পাঠিয়ে দেওয়া হবে অভিনেত্রীর কর্নাটকের বাড়িতে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর। এদিকে এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে গাছিবৌলি থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিনেত্রী যদি সত্যিই আত্মঘাতী হয়ে থাকেন তাহলে তাঁর নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।