সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের গুঞ্জনপাড়ার হট টপিক হল একটাই ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ডিভোর্স! যে ইস্যু নিয়ে গসিপের পর গসিপ গত দুবছর ধরে, সেই বিষয়ে কিন্তু একটিবারও মুখ খোলেননি ঐশ্বর্য ও অভিষেক , বরং একের পর এক ইঙ্গিতে নিন্দুকদের মুখে ছাই ফেলেছেন তাঁরা। স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, তাঁরা একসঙ্গেই রয়েছেন!
কয়েকদিন আগেই মেয়ে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে বসে, আরাধ্যার পারফরম্যান্স উপভোগ করেছিলেন ঐশ্বর্য ও অভিষেক। এমনকী, ভাইরাল হয়েছিল, অভিষেকের হাতে ঐশ্বর্যর ওড়না ঠিক করার ভিডিও। আর এবার ডিভোর্সের জল্পনায় জল ঢেলে বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল দুজনকে। সঙ্গে ছিল আরাধ্যাও। জানা গিয়েছে, বর্ষবরণের ছুটি কাটিয়ে বাড়িতে ফিরেছেন তাঁরা। রয়েছেন একসঙ্গেই।
অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা সম্প্রতি কৈশোর প্রবেশ করেছে। ডিভোর্স গুঞ্জনের মাঝেই মেয়ের জন্মদিনের পার্টিতে একছাদের তলায় দেখা গিয়েছিল তারকাদম্পতিকে। এর পর এক অনুষ্ঠানেও মিষ্টি মুহূর্ত কাটাতে দেখা যায় জুনিয়র বচ্চন দম্পতিকে। এবার মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ডিভোর্সের গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিয়ে কাছাকাছি ধরা দিলেন তাঁরা। উল্লেখ্য, অমিতাভ এলেও ঠাকুমা জয়া বচ্চন কিন্তু আসেননি নাতনির স্কুলের অনুষ্ঠানে। গত বছর থেকেই অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। কখনও সম্পত্তি ভাগের জেরে পারিবারিক অশান্তির কথা শোনা গিয়েছে। আবার কখনও বা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে জুনিয়র বচ্চনের বিরুদ্ধে। শোনা গিয়েছিল, মান-অভিমান এমন পর্যায়ে পৌঁছেছে যে, ঐশ্বর্য মেয়েকে নিয়ে আলাদা থাকেন। তবে সাম্প্রতিক কিছু ভিডিও প্রমাণ করেছে, ঐশ্বর্য ও অভিষেকের সম্পর্কে ফের বরফ গলছে।