shono
Advertisement
Salman Khan

বুলেটপ্রুফ গাড়ি, Y+ নিরাপত্তার পর এবার বান্দ্রার বাংলো অত্যাধুনিক প্রযুক্তিতে মুড়লেন সলমন

বছরের শুরুতেই খুনের হুমকি পেলেন সলমন?
Published By: Sandipta BhanjaPosted: 08:24 PM Jan 05, 2025Updated: 08:24 PM Jan 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশের গোটা বছরটা আতঙ্কে কাটিয়েছে ভাইজানের পরিবার। সলমনের (Salman Khan) পাশাপাশি প্রাতঃভ্রমণে গিয়ে খুনের হুমকি পেয়েছিলেনস তাঁর বাবা সেলিম খানও। এমনকী তাঁদের বান্দ্রার অ্যাপার্টমেন্টেও গোলাগুলি করে বিষ্ণোই গ্যাং। তবে কাজ না থামিয়ে নিরাপত্তা বাড়িয়েছেন বলিউড সুপারস্টার। দুবাই থেকে আনা বুলেটপ্রুফ গাড়িতেই সর্বত্র যাচ্ছেন। সর্বক্ষণ ভাইজানের সঙ্গে থাকছে Y+ ক্যাটাগরির নিরাপত্তা। এবার বছরের শুরুতেই নিরাপত্তা আরও জোরদার করতে অত্যাধুনিক প্রযুক্তিতে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট (Galaxy Apartment) মুড়লেন সলমন।

Advertisement

রবিবাসরীয় সকালে ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বেশ কজন নিরাপত্তারক্ষী এবং পুলিশের তত্ত্বাবধানে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত কিছু গ্যাজেটস বসানো হয়। বারান্দা, জানলায় কাজ চলছিল। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই অনুরাগীরা উদ্বিগ্ন। তাঁদের প্রশ্ন,'সব ঠিক আছে তো? ভাইজান কি নতুন করে খুনের হুমকি পেলেন?' এমন কৌতূহল অহেতুক নয়! কারণ ২০২৪ সালে একের পর এক প্রাণনাশের হুমকি পেয়েছঝেন সলমন খান। তিন দশক আগেকার কৃষ্ণসার হরিণহত্যা মামলা বিতর্ক এখনও তাঁর পিছু ছাড়েনি। মাসখানেক আগেই দাপুটে নেতা তথা সলমন-ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে খুন করে ভাইজানকে নতুন করে শাসিয়েছে বিষ্ণোই গ্যাং। তার পর থেকেই সলমনের নিরাপত্তা আরও বেড়েছে।

চলতি বছর জন্মদিনে 'সুলতানি' মেজাজে প্রাসাদোপম বাংলোর বারান্দায় এসে ভক্তদের উদ্দেশে হাতও নাড়েননি। লাইমলাইটের অন্তরালেই থাকছেন। বরং মায়ানগরীর মায়া কাটিয়ে সলমন সপরিবারে চলে গিয়েছিলেন আম্বানিদের জামনগরের পাঁচাতারা বাড়িতে। ভান্তারাতেই মা-বাবা, ভাই-বোনদের পরিবার নিয়ে জমজমাট জন্মদিন উদযাপন করেছেন। দিন কয়েক আগে মুক্তি পাওয়া 'সিকন্দর'-এর ঝলকেও হাইভোল্টেজ সংলাপ আউড়ে সলমন বলেছেন, "শুনছি আমার পিছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পিছন ফেরার অপেক্ষা...।" অনুমান, বলিউড সুপারস্টার হয়তো সেই সংলাপেই লরেন্স বিষ্ণোইকে বিঁধেছেন। আর 'সিকন্দর'-এর ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সলমনের বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুবাই থেকে আনা বুলেটপ্রুফ গাড়িতেই সর্বত্র যাচ্ছেন। সর্বক্ষণ ভাইজানের সঙ্গে থাকছে Y+ ক্যাটাগরির নিরাপত্তা।
  • বছরের শুরুতেই নিরাপত্তা আরও জোরদার করতে অত্যাধুনিক প্রযুক্তিতে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট মুড়লেন সলমন।
Advertisement