সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বলিউডের অভিনেতা গোবিন্দা (Govinda Hospitalised)। এদিন রাতে নিজের বাড়িতেই জ্ঞান হারান তিনি। তড়িঘড়ি তাঁকে মঙ্গল রাতেই ভর্তি করা হয় জুহুর সাবার্বান হাসপাতালে। ইমার্জেন্সি কেয়ার ইউনিটে শুরু হয় তাঁর চিকিৎসা। এরপর থেকে সকলের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করেছে যে, এখন কেমন আছেন তিনি? তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন অনেকেই।
এদিন তাঁর স্বাস্থ্যর বিষয়ে বিস্তারিত জানিয়েছে তাঁর টিম। অভিনেতার আইনি উপদেষ্টা তথা বন্ধু ললিত বিন্দল জানিয়েছেন, মঙ্গল রাতে ১টা নাগাদ গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের পরামর্শেই রয়েছেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাঁকে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। আপাতত অভিনেতার বিভিন্ন স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে, এখন অপেক্ষা সমস্ত রিপোর্ট হাতে পাওয়ার। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এর বেশি কিছু খোলসা করা হয়নি তাঁর টিমের তরফে। এমনকী অভিনেতার ঠিক কী হয়েছে সে বিষয়েও কিছু খোলসা করেননি তিনি।
এমনিতেই এখন বেশ উদ্বিগ্ন হয়ে দিন কাটছে বলি পাড়ার। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর অসুস্থতা ও তাঁর ভুয়ো মৃত্যু সংবাদ ইতিমধ্যেই এক দুশ্চিন্তার আবহ তৈরি করেছে। তারমধ্যেই গোবিন্দার এহেন স্বাস্থ্যের অবনতির খবরে আরও বিচলিত বিনোদুনিয়া। উল্লেখ্য, ধর্মেন্দ্রকে হাসপাতালে দেখতেও গিয়েছিলেন গোবিন্দা। তাঁকে দেখে ফেরার পরের রাতেই নিজে অসুস্থ হয়ে পড়েন তিনি। এমনিতেও বেশ কয়েক মাস ধরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা টানাপোড়েন চলছে। গোবিন্দা ও তাঁর স্ত্রীর দাম্পত্য জীবন নিয়ে চর্চার শেষ নেই। এরই মাঝে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন গোবিন্দা। উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে আচমকাই পায়ে গুলি লেগেছিল গোবিন্দার। কলকাতায় একটি অনুষ্ঠানে আসার আগেই এই ঘটনার শিকার হয়েছিলেন তিনি। নিজের লাইসেন্সড রিভলভার থেকে আচমকাই পায়ে গুলি লেগেছিল গোবিন্দার পায়ে। ওই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। অস্ত্রোপচার করে তারকার পা থেকে গুলি বের করেন চিকিৎসকরা। অনেকটা রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতেও ছিলেন তিনি।
