shono
Advertisement
Monami Ghosh

আঁচলজুড়ে মৃণাল সেনের 'পদাতিক', লাল গালিচায় শাড়িতেই তাক লাগালেন মনামী ঘোষ

তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচাতেও ফ্যাশনিস্তা অবতারে মুগ্ধ করলেন অভিনেত্রী।
Published By: Sandipta BhanjaPosted: 08:42 PM Feb 10, 2025Updated: 08:42 PM Feb 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনামী ঘোষ বরাবরই ফ্যাশন সচেতন। গত ফিল্মফেয়ারের রেড কার্পেটে বাংলার কারুশিল্পকে তুলে ধরেছিলেন অভিনেত্রী। যে ফ্যাশন স্টেটমেন্ট দেখে ধন্য ধন্য করেছিলেন সকলে। এবার তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচাতেও ফ্যাশনিস্তা অবতারে মুগ্ধ করলেন অভিনেত্রী।

Advertisement

আইকনিক এবং চিরন্তন ৯ গজের বিস্ময়বস্ত্রেই তুলে ধরলেন তাঁর সিনেমা কাহন। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেই ছবির মুকুটে এবার বিশেষ পালক জুড়েছে তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে। সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন মনামী সেখানে। আর সেই চলচ্চিত্র উৎসবের লাল গালিচার জন্যই বিশেষ এই শাড়ি ডিজাইন করিয়েছিলেন মনামী। যার আঁচলজুড়ে 'পদাতিক' কাহন। সাদা শাড়ির আঁচলে আঁকা মৃণাল সেনের অবয়ব। বড় বড় হরফে ইংরেজিতে লেখা 'পদাতিক'। তার সঙ্গে পরেছিলেন মানানসই রুপোর গয়না। পাঁচ লেয়ারের এই সিলভার নেকলেস যেন সাজপোশাকে অতিরিক্ত মাধুর্য যোগ করেছিল। কপালে কালো ছোট্ট টিপ। ঠোঁটে হালকা লিপস্টিক। কানে নেকলেসের সঙ্গে মানানসই ঝোলা দুল। সিনেম্যাটিক থিমের স্নিগ্ধ সাজে মুগ্ধ করলেন মনামী ঘোষ। অভিনেত্রীর সেই লুকে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

জানা গিয়েছে, মনামী ঘোষের জন্য এই বিশেষ শাড়ি তৈরি করেছে 'ব্লুয়িং লাইফ এসবিবি' লেবেল। আর গয়না 'শৌখীন বাই সুরত্ন' লেবেলের। পশ্চিমী হোক কিংবা ট্র্যাডিশনাল, কোন পোশাক কীভাবে ক্যারি করতে হয়, তাঁর ভালোই জানা। তিনি যেমন শাড়িতে আদ্যোপান্ত বঙ্গনারী হয়ে উঠতে পারেন, তেমনই বিকিনিতেও সমান স্বচ্ছন্দ্য। তবে এবার আভিজাত্য রুচির মিশেলে ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করলেন মনামী ঘোষ।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইকনিক এবং চিরন্তন ৯ গজের বিস্ময়বস্ত্রেই তুলে ধরলেন তাঁর সিনেমা কাহন। সাদা শাড়ির আঁচলে আঁকা মৃণাল সেনের অবয়ব।
  • চলচ্চিত্র উৎসবের লাল গালিচার জন্যই বিশেষ এই শাড়ি ডিজাইন করিয়েছিলেন মনামী। যার আঁচলজুড়ে 'পদাতিক' কাহন।
  • পাঁচ লেয়ারের এই সিলভার নেকলেস যেন সাজপোশাকে অতিরিক্ত মাধুর্য যোগ করেছিল।
Advertisement