shono
Advertisement

Breaking News

Nusrat Faria

জেলমুক্তির পর 'গুরুতর অসুস্থ' নুসরত ফারিয়া! সোশাল মিডিয়ায় লিখলেন সমস্যার কথা

জেলবন্দি দশা থেকে মুক্তি পেয়ে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছিলেন নায়িকা।
Published By: Sucheta SenguptaPosted: 06:16 PM May 23, 2025Updated: 06:20 PM May 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামি লিগের হয়ে অর্থদান, খুনের ঘটনায় জড়িত-সহ একাধিক অভিযোগে বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। দু'রাত জেলবন্দি থাকার পর মঙ্গলবার ঢাকার আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। দুঃসময় কাটিয়ে ঘরে ফিরেই অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছিলেন নুসরত। কিন্তু তারপরই আচমকা গুরুতর অসুস্থতায় ভুগছেন বলে ফেসবুকে দীর্ঘ পোস্ট করলেন অভিনেত্রী। চিকিৎসকদের পর্যবেক্ষণে আপাতত যোগাযাগহীন রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন নুসরত।

Advertisement

শুক্রবার ফেসবুক পোস্টে নুসরত লিখেছেন, 'আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, interview নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে - ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে কারো সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন।আমি বিশ্বাস করি, এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব। গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। আপনাদের সকলের প্রতি—আপামর জনসাধারণ, প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের, যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকাটি এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা। সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। খুব শিগগিরই আবার দেখা হবে।'

ঢাকার আদালতে অভিনেত্রী নুসরত ফারিয়া। ফাইল ছবি।

আসলে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীকে এভাবে জেলবন্দি করার ঘটনায় সেখানকার শিল্পী মহলে যথেষ্ট বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। আওয়ামি লিগ-যোগের অভিযোগে বৃথা তাঁকে পুলিশ হেনস্তা করেছে বলে অভিযোগ ওঠে। এমনকী দু'রাত যে তাঁকে জেলবন্দি, আদালতে পেশ - এসবও অবমাননাকর ছিল। তিনি নিজে অবশ্য এই অবস্থার জন্য কাউকে দায়ী করেননি। বরং দুঃসময় পেরিয়ে যেতে সকলের সাহায্য পেয়েছেন বলে সোশাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু তারপর কী এমন অসুস্থতা গ্রাস করল নায়িকাকে, তা ভেবে চিন্তিত অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জেলমুক্তির পর গুরুতর অসুস্থ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া।
  • চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি, ফোন ধরাও বারণ!
  • ফেসবুক পোস্টে নিজের অবস্থার কথা জানিয়েছেন তিনি।
Advertisement