shono
Advertisement
Rukmini Maitra

উপরাষ্ট্রপতি ভবনে দেখানো হল 'বিনোদিনী', ধনকড়ের আপ্যায়ণে মুগ্ধ রুক্মিণী কী বললেন?

২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পায় 'বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’ ছবিটি।
Published By: Manasi NathPosted: 02:45 PM Apr 07, 2025Updated: 02:56 PM Apr 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রুক্মিণী মৈত্র অভিনীত 'বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’ ছবির জয়যাত্রা অব্যাহত। ছবিটি সদ্য ৭৫ দিনের রেকর্ড পার করেছে। বাংলার রঙ্গমঞ্চের সাম্রাজ্ঞীর জীবনী সেলুলয়েডে সফলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন রুক্মিণী মৈত্র। আর ঠিক সেই কারণেই ‘বিনোদিনী’ মুক্তির পর থেকেই চর্চার শিরোনামে অভিনেত্রী। এবার সেই ছবি তথা পর্দার বিনোদিনী রুক্মিণীর মুকুটে জুড়ল নতুন পালক। দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের আমন্ত্রণে 'বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’ ছবিটি প্রদর্শিত হল দিল্লির উপরাষ্ট্রপতি ভবনে। নিজের সোশাল মিডিয়া পেজে এই সুখবর দিয়েছেন অভিনেত্রী।

Advertisement

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনকড়ের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকড়ের আমন্ত্রণে দিল্লির উপরাষ্ট্রপতি ভবনে 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবিটি প্রদর্শিত হল। এই সুযোগ পেয়ে আমি ধন্য, নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। ছবিটি দেখে তাঁরা তাঁদের সুচিন্তিত মতামত ও মুগ্ধতা ব্যক্ত করেছেন। বিনোদিনী দাসীর এই প্রশংসা ও সম্মান অবশ্যই প্রাপ্য। উপরাষ্ট্রপতি ভবনে কাটানো এই সন্ধ্যে আমি আজীবন মনে রাখব। সেই সঙ্গে সুদেশ ম্যামের আতিথেয়তায় আমি ধন্য। অসাধারণ কিছু মুহূর্তকে সঙ্গে নিয়ে আমি বাড়ি ফিরেছি, যা আমার সারাজীবনের সঞ্চয় হয়ে থাকবে।' এভাবেই নিজের মুগ্ধতার কথা সোশাল মিডিয়ার পেজে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

 

উল্লেখ্য, রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি মুক্তির পর থেকেই হল ভিজিট হোক বা যে কোনও অনুষ্ঠান, যেখানেই গিয়েছেন, প্রশংসা কুড়িয়েছেন, ভালোবাসা পেয়েছেন রুক্মিণী। নিজেকে ভেঙেচুরে নাট্যসম্রাজ্ঞীর চরিত্র আত্মস্থ করেছেন। আর সেই কঠোর কসরতের ফলই হাতেনাতে এখন পাচ্ছেন অভিনেত্রী। দর্শক, সিনেসমালোচকদের রায়েও ঝকঝকে মার্কশিট তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রুক্মিণী মৈত্র অভিনীত 'বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’ ছবির জয়যাত্রা অব্যাহত।
  • ছবিটি সদ্য ৭৫ দিনের রেকর্ড পার করেছে।
  • দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের আমন্ত্রণে 'বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’ ছবিটি প্রদর্শিত হল দিল্লির উপরাষ্ট্রপতি ভবনে।
Advertisement