সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরের মরশুম থেকে আমূল বদলে যেতে পারে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম। এবার থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও চালু হতে পারে বোনাস পয়েন্ট। জিম্বাবোয়েতে টেস্ট ক্রিকেট নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে আইসিসি। সেই বৈঠকেই বোনাস পয়েন্ট নিয়ে আলোচনা হতে পারে।
টেস্ট ক্রিকেট এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপকে আরও জনপ্রিয় করার জন্য বেশ কিছুদিন ধরেই ভাবনাচিন্তা করছে আইসিসি। একটা সময় শোনা যাচ্ছিল টেস্টে ডিভিশন সিস্টেম চালু হবে। প্রথম ৬টি দল নিয়ে একটি ডিভিশন এবং পরের ছটি দল নিয়ে আর একটি ডিভিশন। এই পদ্ধতিতে গেলে ম্যাচগুলি একপেশে হওয়ার সম্ভাবনা কম থাকে। ক্রিকেট অস্ট্রেলিয়া এই ডিভিশনের পক্ষে জোরালো সওয়াল করছে। তবে সূত্রের দাবি, আপাতত এই ধরনের কোনও ডিভিশনে যাচ্ছে না আইসিসি। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপকে আকর্ষণীয় করতে বোনাস পয়েন্টের সিস্টেম চালু হবে।
শোনা যাচ্ছে, বড় জয়ের ক্ষেত্রে এবার থেকে বোনাস পয়েন্টে দেওয়ার কথা ভাবছে আইসিসি। সেক্ষেত্রে বড় ব্যবধানে টেস্ট জিতলেই অতিরিক্ত ‘সুবিধা’ পাবে বিজয়ী দল। এমনিতে যে কোনও ব্যবধানে জয়ী দল ১২ পয়েন্ট পায়। ম্যাচ টাই হলে ৬ পয়েন্ট। ড্রয়ে মেলে ৪ পয়েন্ট। সূত্রের খবর, ১০০ রান বা তার চেয়ে বেশি রানের ব্যবধানে জয়ী দলকে বোনাস পয়েন্ট দেওয়ার কথা ভাবছে আইসিসি (ICC)। কোনও দল যদি অন্য টিমকে হোয়াইটওয়াশ করে, সেই দলকেও দেওয়া হতে পারে অতিরিক্ত পয়েন্ট। অ্যাওয়ে সিরিজ জিতলেও বোনাস পয়েন্ট দেওয়ার কথা ভাবা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে জুনে। ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের কাছে এটা অ্যাওয়ে সিরিজ। সব ঠিক থাকলে ওই সিরিজেই চালু হয়ে যাবে বোনাস পয়েন্টের সিস্টেম।