shono
Advertisement
Jhulan Goswami's Biopic

স্মৃতিরা চ্যাম্পিয়ন হতেই 'চাকদহ এক্সপ্রেস' মুক্তির দাবি নেটপাড়ার, কেন 'ড্রেসিংরুমে বন্দি' ঝুলনের বায়োপিক?

নেটবাসিন্দাদের আবদার, 'এবার অন্তত চাকদহ এক্সপ্রেস মুক্তির আলো দেখুক।'
Published By: Sandipta BhanjaPosted: 08:24 PM Nov 03, 2025Updated: 08:24 PM Nov 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় রাতে ২০০৫ এবং ২০১৭ সালের বদলা নিল 'উইমেন ইন ব্লু'! দু'বার বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচ থেকে ছিটকে গিয়ে ভগ্ন হৃদয়ে মাঠ ছাড়তে হয়েছিল ঝুলন-মিতালিদের। কিন্তু এবার সেই অধরা স্বপ্ন পূরণ করেছেন জেমাইমা, হরমনপ্রীত, স্মৃতি মন্ধানারা। তবে যাঁদের জন্য নীল জার্সির নারীবাহিনীর পথ সুপ্রশস্ত হয়েছে, সেই 'কারিগর'দের ভোলেননি জেমিরা। তাই তো রবিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অসমাপ্ত স্বপ্ন পূরণের কাব্য লিখে 'ঝুলনদি'র হাতে বিশ্বকাপ তুলে দিয়েছে হরমনের দল। ঝুলন গোস্বামীর কান্নাভেজা জয়োচ্ছ্বাসের সেই ছবি এখন নেটপাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে। আর সেই প্রেক্ষিতেই নেটবাসিন্দাদের আবদার, 'এবার অন্তত চাকদহ এক্সপ্রেস মুক্তির আলো দেখুক।'

গোলাপের পাপড়ি মোড়া পথ পাননি ঝুলনরা। দাঁতে দাঁত চেপে 'জেন্টলম্যানস গেম'-এর পিচে জায়গা করে নিতে হয়েছিল তাঁদের। কতটা কঠিন ছিল ঝুলন গোস্বামীর লড়াই? সেই 'সংগ্রাম আখ্যান' পর্দার জন্য বুনেছিলেন পরিচালক প্রসিত রায়। কিন্তু বছর দুয়েক আগে কাজ সমাপ্ত হলেও সেই সিনেমা বড়পর্দা তো দূরঅস্ত, ওয়েব প্ল্যাটফর্মেও মুক্তির আলো দেখেনি। এবার উইমেন ইন ব্লু'র বিশ্বজয়ের আবহে সেই ছবি রিলিজেরই দাবি তুলেছে নেটপাড়া। ২০০২ থেকে ২০২২ সাল, দু দশক ধরে ব্যাট-বলের মারপ্যাঁচে পুরুষতান্ত্রিক সমাজকে ভাবতে শিখিয়েছিলেন ঝুলন, ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম সেই 'কাণ্ডারি'র বায়োপিক আজও 'ড্রেসিংরুম বন্দি'। ২০২৩ সালে 'চাকদহ এক্সপ্রেস'-এর কাজ শেষ হয়েছে। যে সিনেমায় ঝুলনের ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। কথা ছিল, নেটফ্লিক্স-এর পর্দায় মুক্তি পাবে সেই ছবি। বছর দুয়েক আগে প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হলেও বছর ঘুরতেই হিসেবের উলাট-পুরাণ! এবার নেটবাসিন্দারা বলছেন, 'আর কবে? তর সইছে না তো।' কেউ কেউ আবার জয় শাহের কাছে দরবার করার আর্জি জানিয়েছেন! আবার প্রযোজনা সংস্থার উদ্দেশে কারও নিদান, 'এই সময়ে রিলিজ করুন, ভালো ব্যবসা করবে।' কেউ বা আবার সরাসরি অনুষ্কা শর্মাকে হস্তক্ষেপের আর্জি জানালেন। উইমেন ইন ব্লুর জয়ে ঝুলন গোস্বামীর আনন্দাশ্রুই হয়তো লাইমলাইটের অন্তরালে থাকা বায়োপিকের কথা আবার মনে করিয়ে দিল।

Advertisement

‘চাকদহ এক্সপ্রেস’-এর শুটিং শুরু করার আগে বাইশ গজের ময়দানের খুঁটিনাটি শিখেছিলেন অনুষ্কা শর্মা। এমনকী ডায়েটেও জুড়েছিলেন ঝুলন গোস্বামীর শরীর ফিট রাখার মূল মন্ত্র পান্তা ভাত। তাঁর কড়া হোমওয়ার্কের ফসল সিনেপর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক অনুরাগীরাও। তবে গতবছর শোনা যায়, নেটফ্লিক্সের সঙ্গে প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মজ-এর চুক্তিই নাকি বাতিল হয়ে গিয়েছে। এই প্রযোজনা সংস্থার সঙ্গে আগে অনুষ্কা শর্মা নিজেও যুক্ত ছিলেন। তবে বছর তিনেক আগে পুরো দায়িত্ব ভাই কর্ণেশের হাতে সঁপে দেন অভিনেত্রী। এবার প্রশ্ন,
কেন ‘চাকদহ এক্সপ্রেস’-এর রিলিজ অনিশ্চিত। কেনই বা নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি বাতিল হল ক্লিন স্লেট ফিল্মজ-এর? যেখানে এর আগে ওই ওটিটি প্ল্যাটফর্মেই তাঁদের প্রযোজিত 'বুলবুল', 'কালা'র মতো সিরিজ-সিনেমা মুক্তি পেয়ে সাফল্যের মুখ দেখেছিল। বলিউড মাধ্যম সূত্রে খবর, আসলে ক্রিয়েটিভ পার্থক্য এবং টাকাপয়সা নিয়েই মনোমালিন্য হয়েছে তাদের মধ্যে। আর সেই প্রেক্ষিতেই নেটফ্লিক্সের সঙ্গে সমস্ত সম্পর্ক, চুক্তি ছিন্ন করেছে অনুষ্কা শর্মার ভাই কর্ণেশের প্রযোজনা সংস্থা। যার জেরে ঝুলন গোস্বামীর বায়োপিকের পাশাপাশি তাঁদের 'আফগান স্নো' নামে আরেকটি প্রজেক্টের মুক্তিও আটকে গিয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অসমাপ্ত স্বপ্ন পূরণের কাব্য লিখে 'ঝুলনদি'র হাতে বিশ্বকাপ তুলে দিয়েছে হরমনের দল।
  • উইমেন ইন ব্লুর জয়ে ঝুলন গোস্বামীর আনন্দাশ্রুই হয়তো লাইমলাইটের অন্তরালে থাকা বায়োপিকের কথা আবার মনে করিয়ে দিল।
Advertisement