সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে এজাজ খান। এবার তাঁর উপস্থাপিত রিয়ালিটি শো 'হাউস অ্যারেস্ট' সম্প্রচার বন্ধের দাবিতে সরব প্রায় সকলে। তাঁর এই শো-তে যৌন সুড়সুড়ি দিয়ে দর্শক বাড়ানোর চেষ্টা চলছে বলেই অভিযোগ। একাধিক রাজনৈতিক নেতৃত্ব এই ঘটনার প্রতিবাদে ফুঁসছে।
শিব সেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী X হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর দাবি, 'বিগ বস'-এর ধাঁচে তৈরি 'হাউস অ্যারেস্ট' রিয়ালিটি শোর একটি পর্বে দেখানো হয়, একজন প্রতিযোগী বেশ খোলামেলাভাবে 'কামসূত্রে' উল্লেখিত যৌন ভঙ্গিমা নিয়ে আলোচনা করছেন। শুধু তাই নয়, আবার তিনি সেই ভঙ্গিমা প্রায় অনুকরণের চেষ্টা করছেন। ওই প্রসঙ্গে তুলে প্রিয়াঙ্কার দাবি, মোট ১৮টি ওটিটি প্ল্যাটফর্মে যৌন উদ্দীপক কনটেন্ট দেখানো হচ্ছে। তাই অবিলম্বে ওই ওটিটি প্ল্যাটফর্মগুলি বন্ধ করে দেওয়া উচিত।
উল্লেখ্য, এর আগে কেন্দ্র ওটিটি মঞ্চগুলিকে ভারতীয় আইন ও তথ্যপ্রযুক্তি বিধি, ২০২১-এর অধীনে নির্ধারিত নীতিশাস্ত্রের নিয়ম কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দেয়। তা সত্ত্বেও কীভাবে এরকম যৌন সুড়সুড়ি দেওয়া কনটেন্ট সম্প্রচারিত হল, স্বাভাবিকভাবে তা নিয়ে চলছে জোর শোরগোল। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেরও নজরে এসেছে বিষয়টি। যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হবে বলেই জানান তিনি।
