shono
Advertisement
Nandita-Shiboprosad

পঁচিশে পা উইন্ডোজ-এর, নতুন বছরে একাধিক সিনে-উপহার নন্দিতা-শিবপ্রসাদের

কী কী রয়েছে তালিকায়?
Published By: Sandipta BhanjaPosted: 10:00 PM Dec 31, 2025Updated: 08:47 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা নয়, যেন আস্ত মনস্তত্ত্বের পাঠ দেন নন্দিতা-শিবপ্রসাদ। আম দর্শকের নাড়ির স্পন্দন বুঝতে যে পরিচালকজুটি বেজায় সিদ্ধহস্ত, তা এযাবৎকাল তাঁদের কাজই বাতলে দিয়েছে। ফ্রেমে বাস্তব প্রেক্ষাপট ধরতে উইন্ডোজ জুটির কলম-ক্যামেরা বরাবরই সাবলীল। নয় নয় করে নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনা সংস্থা ২৫ বছরে পদার্পণ করল। আর প্রযোজনা সংস্থার রজতজয়ন্তী উপলক্ষেই নতুন বছরে একগুচ্ছ নতুন সিনে-উপহার নিয়ে হাজির হচ্ছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

Advertisement

২০২৬ সালে উইন্ডোজের ঝুলিতে যেমন রহস্য-রোমাঞ্চে মোড়া গল্প রয়েছে, তেমনই থাকছে বক্স অফিসে সাড়া ফেলা দেওয়া সিনেমার সিক্যুয়েল। তালিকায় 'ফুল পিসি ও এডওয়ার্ড' শীর্ষক একেবারে নতুন একটি ছবি রয়েছে। আবেগ এবং সাসপেন্সের মোড়কে গল্প বুনেছেন পরিচালকজুটি। কাস্টিংওয়েও চমক! সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলি, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়দের দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। নন্দিতা-শিবপ্রসাদ জানালেন, "'ফুল পিসি ও এডওয়ার্ড'-এর গল্পে একাধিক লেয়ার রয়েছে। বরাবরের মতো আমাদের এই গল্পের সঙ্গেও দর্শক একাত্ম হবেন বলে আশা রাখছি।" এই সিনেমার মিউজিকের জন্য জুটি বাঁধবেন জয় সরকার এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

চব্বিশের পুজোর বক্স অফিসে বিজয়রথ ছোটানো 'বহুরুপী'র সিক্যুয়েলও রয়েছে তালিকায়। এবার 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' নিয়ে আসছেন নন্দিতা-শিবপ্রসাদ। জানা গেল, "আপাতত এই ছবির চিত্রনাট্যের কাজ চলছে। শেষ হলেই প্রি-প্রোডাকশন শুরু হবে। পরিচালকজুটি জানালেন, বহুরূপী আমাদের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি এবং দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই সিক্যুয়েলে আরও বড় পরিসরে আসছে।" এছাড়াও চলতি বছরে সুমন ঘোষের পরিচালনায় উইন্ডোজ-এর অন্যতম বড় চমক হতে চলেছে 'ফ্যামিলিওয়ালা'। ছবির কাস্টিংও চমকপ্রদ। বাকিটা নতুন বছরে ক্রমশ প্রকাশ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নয় নয় করে নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনা সংস্থা ২৫ বছরে পদার্পণ করল।
  • আর প্রযোজনা সংস্থার রজতজয়ন্তী উপলক্ষেই নতুন বছরে একগুচ্ছ নতুন সিনে-উপহার নিয়ে হাজির হচ্ছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
Advertisement