shono
Advertisement
Alia Bhatt

'দিলদরিয়া' আলিয়া ভাট, গৃহকর্মীদের মাথা গোঁজার জন্য কোটি টাকার বাড়ি উপহার দিলেন

আলিয়াকে ধন্য ধন্য করছেন অনুরাগীরা।
Published By: Sandipta BhanjaPosted: 03:11 PM Jul 19, 2025Updated: 03:11 PM Jul 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'কাপুর বাড়ির বউমা' বর্তমানে গ্লোবাল স্টার। করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' এখন বলিউডের 'ক্যুইন', বললেও অত্যুক্তি হয় না। একের পর এক মেগাবাজেট ছবি থেকে ডাকসাইটে ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত। উপরন্তু নিজের পোশাক সংস্থা, সবমিলিয়ে আলিয়া ভাটের বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। শুরুটা হয়েছিল ২০১২ সাল থেকে। তার পর আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। আলিয়া এখন বলিউডের 'দামি নায়িকা'। তবে সাফল্যের চূড়ায় পৌঁছলেও ভুলে যাননি সেই মানুষগুলিকে, যাঁরা শুরুর দিন থেকে অভিনেত্রীর পাশে রয়েছেন। বলা ভালো, আলিয়া ভাটের উত্থানের সাক্ষী তাঁরা। সেসব মানুষগুলিকেই এবার মাথা গোঁজার নিজস্ব আস্তানা উপহার দিলেন অভিনেত্রী।

Advertisement

বন্ধুবান্ধব কিংবা কাছের মানুষদের যত্ন রাখেন আলিয়া ভাট। এহেন বহু উদাহরণ এযাবৎকাল প্রকাশ্যে এসেছে। আদতে ভালো মনের মানুষ তিনি। কিন্তু কখনও নিজের দানধ্যানের কথা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। এবার জানা গেল, গাড়ির চালক এবং এক গৃহকর্মী, দু'জনকেই ৫০ লক্ষ টাকা দিয়েছেন, জুহু এবং খর এলাকায় বাড়ি কেনার জন্য। এর আগেও ২০১৯ সালে নাকি ওই দুই পরিচারক সুনীল, অমোলকে অর্থসাহায্য করেছিলেন আলিয়া ভাট। প্রসঙ্গত, স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ মিলিয়ে কাপুরদের বউমা একাই দশ গোল দেবেন গোটা পরিবারকে। যার কাছে পাত্তা পাবেন না অভিনেত্রীর ননদ তথা ‘পতৌদি বেগম’ করিনা কাপুর, এমনকী স্বামী রণবীর কাপুরও। জানেন, রাহার মায়ের সম্পত্তির পরিমাণ কত?

‘জিকিউ ইন্ডিয়া’ হিসেব কষে দেখেছে কাপুরদের মধ্যে বউমা আলিয়াই সবথেকে ধনী। যাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি। অন্যদিকে ৪৮৫ কোটির মালকিন হিসেবে তার পরেই তালিকায় নাম রয়েছে করিনা কাপুরের। আর রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটির। বাকিরা অনেকটাই পিছিয়ে তাঁদের থেকে। উল্লেখ্য, বলিউডের সবথেকে 'দামি নায়িকা'র তালিকাতেও আলিয়া ভাট বর্তমানে তৃতীয় স্থানে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পরই তিনি। কাপুরদের বউমার আয়ের তালিকা এখানেই শেষ নয়!

সিনেমার পাশাপাশি নানা সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবেও চড়া পারিশ্রমিক হাঁকান আলিয়া ভাট। অভিনেত্রীর নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে। এর পাশাপাশি বাচ্চাদের জন্য পোশাক সংস্থা খুলেছেন আলিয়া। যা কিনা রিলায়েন্সের সঙ্গে যৌথ মালিকানা ভিত্তিক। মুম্বইয়ের বুকে বেশ কয়েকটি ফ্ল্যাটও রয়েছে আলিয়ার। মা সোনি রাজদান এবং দিদি শাহিন ভাটকেও একটি করে ফ্ল্যাট উপহার দিয়েছেন অভিনেত্রী। উপরন্তু রণবীরের সঙ্গে যৌথভাবে কাপুর ম্যানসন তৈরির জন্য কারি কারি টাকা খরচ করেছেন আলিয়া। যে বাংলোর দাম ২০০ কোটি। মাত্র ৩২-এই এহেন বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে অভিনেত্রীর। কিন্তু বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেই কি আর দানধ্যানের মন থাকে? আলিয়া কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম। সেটা বাড়ির পরিচারকদের 'আশ্রয়' উপহার দিয়েই বুঝিয়ে দিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বন্ধুবান্ধব কিংবা কাছের মানুষদের যত্ন রাখেন আলিয়া ভাট।
  • গাড়ির চালক এবং এক গৃহকর্মী, দু'জনকেই ৫০ লক্ষ টাকা দিয়েছেন, জুহু এবং খর এলাকায় বাড়ি কেনার জন্য।
  • স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ মিলিয়ে কাপুরদের বউমা একাই দশ গোল দেবেন গোটা পরিবারকে।
Advertisement