সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতেরমৃত্যুর পর থেকেই মহেশ ভাট আর রিয়া চক্রবর্তীকে নিয়ে বহু জল্পনা শোনা গিয়েছে। নেটজনতার রোষানলে পড়তে হয়েছিল মহেশ ভাটকেও (Mahesh Bhatt)। মহেশ-রিয়ার ভাইরাল কিছু ছবি ঘিরে কাঁদা ছোড়াছুঁড়িও কিছু কম হয়নি বইকী! রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) সঙ্গে নাম জড়িয়ে কদর্য মন্তব্য করা হয়েছিল বলিউডের প্রবীণ পরিচালকের বিরুদ্ধে। শুধু তাই নয়, খুন ও ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছিল তাঁর তিনকন্যা পূজা, আলিয়া ও শাহিন ভাটকে। তবে প্রায় পাঁচ বছরের মাথায় সুশান্ত মৃত্যু মামলায় সিবিআইয়ের তরফে ক্লিনচিট পেয়েছেন রিয়া। সংশ্লিষ্ট ঘটনা নিয়ে এযাবৎকাল চুপ থাকলেও এবার মুখ খুললেন মহেশপত্নী তথা খ্যাতনামা অভিনেত্রী সোনি রাজদান।

২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যপর পর তাঁর পরিবারকে কম ভুগতে হয়নি। তাঁর পরিচালক স্বামীর চরিত্র নিয়ে নেটপাড়ায় কাটাছেঁড়া চলেছে নিরন্তর। এবার রিয়া চক্রবর্তী রেহাই পেতেই সোনি রাজদান একপ্রকার নিন্দুকদের মুখে কালি লেপে দিলেন। আলিয়ার মায়ের মন্তব্য, "একটি অসহায় মেয়েকে জেলে পুড়ে দেওয়া হয়েছিল যখন, তখন মনে পড়েনি কারও? মেয়েটার মানসম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এটা আধুনিক যুগের 'ডাইনি নিধন' ত্বত্ত্ব ছাড়া আর কিছুই নয়! এবার প্রশ্ন হচ্ছে, এর দায় এখন কে নেবে? কে চোকাবে এর দাম? গোটা দেসের উচিত রিয়া চক্রবর্তীর কাছে ক্ষমা চাওয়া।" রিয়ার পাশে দাঁড়িয়েছেন মহেশকন্যা পূজা ভাটও। ফতিমা সানা শেখ, দিয়া মির্জারাও গর্জে উঠেছেন ২০২০ সালে রিয়ার বিরুদ্ধে রটানো নানা কুৎসার বিরিদ্ধে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মহেশ ভাটের কপালে জুটেছিল সুগার ড্যাডির তকমা। শোনা গিয়েছিল, রিয়া-সুশান্তের সম্পর্কে নাকি তিনিই ছিলেন পরামর্শদাতা। তাঁর জন্যই নাকি সম্পর্কে চিড় ধরে দুজনের। যার ফলস্বরূপ চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন সুশান্ত। খুনের ষড়যন্ত্রের অভিযোগ উঠতেই তখন পালটা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেয় ভাট পরিবার। এবার সবটাই দিনের আলোর মতো পরিষ্কার।