সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওলা বা উবেরের মতো অ্যাপ ক্যাবকে টক্কর দিতে কেন্দ্র এবার আনছে 'সহকার ট্যাক্সি' পরিষেবা। বৃহস্পতিবার সংসদে এমনই ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। তিনি জানালেন কেন্দ্রীয় সরকারের ওই অ্যাপ ক্যাব পরিষেবা থেকে লাভবান হবেন চালকরা। কেননা এক্ষেত্রে কোনও মধ্যস্থতাকারী থাকবেন না। ফলে সরাসরি লভ্যাংশ তাঁদের কাছেই যাবে। শাহ জানাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদির 'সহকার সে সমৃদ্ধি' অর্থাৎ সহযোগিতায় সমৃদ্ধিলাভের যে স্বপ্ন তাকেই সত্যি করে তুলবে এই পরিষেবা।

এদিন অমিত শাহ বলেন, ''এটা একটা স্লোগানমাত্র নয়। সমবায় মন্ত্রক গত সাড়ে তিন বছর ধরে একে সার্থক করে তুলতে চেষ্টা করে চলেছে। আর কয়েকমাসের মধ্যে এক প্রধান সমবায় ট্যাক্সি পরিষেবা শুরু হয়ে যাবে। যা থেকে সরাসরি লাভবান হবেন চালকরা।''
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ক্যাব বুকিং অ্যাপ 'যাত্রী সাথী' ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। এর আওতায় বেসরকারি বাসকেও যুক্ত করার পরিকল্পনার কথাও জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে 'সহকার ট্যাক্সি'র আগমন ওলা-উবেরের মতো বেসরকারি অ্যাপ ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে বলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এমনিতেই সাম্প্রতিক সময়ে ওলা-উবেরকে নোটিস পাঠিয়েছিল 'সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথোরিটি'। অভিযোগ ছিল, ইউজার আইফোন নাকি অ্যান্ড্রয়েড, কোন ফোন থেকে ক্যাব বুক করছেন তার উপরে নাকি ভাড়ার তারতম্য করা হয়। যদিও দুই সংস্থাই এই অভিযোগ অস্বীকার করেছে। বিতর্কের সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে। এক ইউজার সোশাল মিডিয়ায় পোস্ট করে দুই ধরনের ফোনে একই উবের রাইডে আলাদা ভাড়া দেখানোর দাবি করেন। এরপরই তুঙ্গে ওঠে বিতর্ক।