shono
Advertisement
Allu Arjun

৪ বছর পর 'পুষ্পা'র খোলস ছাড়লেন আল্লু অর্জুন, আইনি ঝঞ্ঝাটের মাঝে নয়া লুকে থানায় হাজিরা

আদালতের নির্দেশমাফিক রবিবার নতুন লুকে থানায় দক্ষিণী সুপারস্টার।
Published By: Sandipta BhanjaPosted: 05:24 PM Jan 05, 2025Updated: 05:24 PM Jan 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ছুটির দিনেও শান্তি নেই! হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে মহিলা অনুরাগীর মৃত্যু মামলায় আদালতের নির্দেশমাফিক থানায় হাজিরা দিতে হল আল্লু অর্জুনকে (Allu Arjun)। তদন্তে সহযোগিতার পাশাপাশি প্রতি রবিবার থানায় হাজিরা দেওয়ার শর্তে সম্প্রতি জামিন পেয়েছেন দক্ষিণী সুপারস্টার। আপাতত সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত থানা-আদালত করতেই হবে তাঁকে। তবে যাবতীয় আইনি টানাপোড়েনের মাঝেই এদিন অনুরাগীদের নজর কাড়ল আল্লুর নতুন লুক।

Advertisement

৪ বছর পর 'পুষ্পা'র খোলস ছেড়ে ভোল বদলেছেন অভিনেতা। আর সেই নয়া লুক নিয়েই ভক্তদের হইচই। 'পুষ্পা'র সাফল্যের পর থেকেই সিক্যুয়েলের জন্য প্রস্তুত হয়ে হয়েছিল আল্লু অর্জুনকে। অতঃপর চার বছর ধরে সেই একই লুক বজায় রাখতে হয়েছে তাঁকে সিনেমার প্রয়োজনে। কাঁধ পর্যন্ত লম্বা চুল, বড় জুলফি, দাঁড়িতে এতদিন দেখা যেত তাঁকে। তবে রবিবার চিকাড়পল্লী থানায় গাড়ি থেকে নামতেই দেখা গেল সেই পুরনো আল্লুকে। চুল ছেঁটে, দাঁড়ি কেটে তাঁর বয়স যেন আরও বছর চারেক কমে গিয়েছে। সেই লুক আপাতত নেটপাড়ায় ভাইরাল। শনিবার জামিন দেওয়ার পাশাপাশি অভিনেতাকে যত্রতত্র সফরের ছাড়পত্র দিয়েছে নামপল্লী আদালত। জানা গিয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাস থেকেই নতুন সিনেমার শুটিং শুরু করবেন আল্লু অর্জন। আর সেই নতুন সিনেমার জন্যই সম্ভবত 'পুষ্পা'র খোলস ছাড়তে হয়েছে দক্ষিণী সুপারস্টারকে!

এর আগে আল্লু অর্জুন যে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন তার মেয়াদ আগামী ১০ জানুয়ারি শেষ হয়ে যাওয়ার কথা। শুক্রবার হায়দরাবাদের আদালতে সন্ধ্যা থিয়েটারের দুর্ঘটনা সংক্রান্ত এই মামলার শুনানি ছিল। সেখানে বিচারক অভিনেতার আইনজীবী ও পুলিশের বক্তব্য শোনেন। তারপরই আল্লুকে রেগুলার জামিন দেওয়া হয়। অভিনেতার আইনজীবী জানান, পঞ্চাশ হাজার টাকার দুটি বন্ডের বিনিময়ে এই জামিন। এর পাশাপাশি প্রত্যেক রবিবার সুপারস্টারকে থানায় দিয়ে তদন্তকারী অফিসারকে রিপোর্ট করতে হবে। সেই নির্দেশমাফিকই রবিবার থানায় হাজিরা দেন আল্লু। সেখানেই তাঁকে নতুন লুকে দেখা যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement