shono
Advertisement
Ikkis

ধর্মেন্দ্রর শেষ ছবি! ‘ইক্কিস’-এর ট্রেলারে অভিনেতাকে দেখে মনখারাপ নেটদুনিয়ার

শ্রীরাম রাঘবনের এই ছবি ঘিরে আগ্রহের পারদ চড়ছে।
Published By: Biswadip DeyPosted: 07:42 PM Dec 19, 2025Updated: 07:42 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইক্কিস’-এর ট্রেলার মন জিতেছিল সকলের। এবার মুক্তি পেল ছবিটির ফাইনাল ট্রেলার। শ্রীরাম রাঘবনের এই ছবিতেই শেষবার দেখা যাবে সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে। ট্রেলারে তাঁর সংলাপ শোনা গিয়েছে। দেখা নিয়েছে নাচতেও। যা দেখে মনখারাপ নেটিজেনদের। ১ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

Advertisement

প্রসঙ্গত, এই ছবি সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের বায়োপিক। একদিকে যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে ব্যক্তিগত জীবনের সংঘাত- একে ঘিরেই গড়ে উঠেছে ছবির কাহিনি। একাত্তর সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। ট্রেলারে আলাদা করে নজর কেড়েছে ধর্মেন্দ্রর সংলাপ। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ''এই হচ্ছে আমার ছোট ছেলে মুকেশ, ৫০ বছর বয়স। আর এই আমার ছোট ছেলে অরুণ। চিরকাল ২১ বছরেরই থাকবে।'' আরেক দৃশ্যে ধর্মেন্দ্রকে নাচতেও দেখা যাচ্ছে।

৮ ডিসেম্বর ধুমধাম করে নব্বই বছরের জন্মদিন পালন করার কথা ছিল ধর্মেন্দ্রর। কিন্তু নব্বইয়ের ঘরে পা রাখার আগেই গত ২৪ নভেম্বর চিরঘুমের দেশে পাড়ি দেন বলিউডের ‘হি ম্যান’। তাই এই ছবিকে ঘিরে বাড়তি আবেগ তৈরি হয়েছে। অনুরাগীরা যে সেই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন, তা বলাই বাহুল্য। অন্যদিকে অরুণ ক্ষেত্রপালের জীবন নিয়েও জনমানসে কৌতূহল তুঙ্গে। একাত্তরের যুদ্ধে শত্রুপক্ষের ১০টা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছিলেন তিনি। পরে তাঁর নিজের ট্যাঙ্কে আগুন লাগলেও তিনি নিজের অবস্থান ছেড়ে নড়েননি। সেই শহিদ যোদ্ধাকে নিয়েই 'ইক্কিস'। যা মুক্তি পাবে নতুন বছরের প্রথম দিনে। আপাতত ছবির ফাইনাল ট্রেলার নিয়েই শুরু হয়েছে চর্চা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘ইক্কিস’-এর ট্রেলার মন জিতেছিল সকলের। এবার মুক্তি পেল ছবিটির ফাইনাল ট্রেলার।
  • শ্রীরাম রাঘবনের এই ছবিতেই শেষবার দেখা যাবে সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে।
  • ট্রেলারে তাঁর সংলাপ শোনা গিয়েছে। দেখা নিয়েছে নাচতেও। যা দেখে মনখারাপ নেটিজেনদের।
Advertisement