shono
Advertisement
Mallika Sherawat

হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী ক্রিসমাস ডিনারে মল্লিকা! 'ডাক পেলেন কীভাবে', প্রশ্ন নেটিজেনদের

এই নৈশভোজে ডাক পান খুব কম মানুষই।
Published By: Biswadip DeyPosted: 06:42 PM Dec 19, 2025Updated: 07:23 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মল্লিকা শেরওয়াত (Mallika Sherawat) মানেই সিনেমার পর্দায় সাহসী দৃশ্য। এহেন 'হট' বলিউড নায়িকা এবার হোয়াইট হাউসে। তাও ঐতিহ্যবাহী ক্রিসমাস ডিনারে। অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন ছবি ও ভিডিও। সেই পোস্ট দেখে প্রশংসা করেছেন অনেকে। আবার ব্যাঁকা প্রশ্নও ছুড়ে দিয়েছেন কেউ কেউ।

Advertisement

হোয়াইট হাউসের ক্রিসমাস এক দীর্ঘসময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী নৈশভোজের অনুষ্ঠান। প্রতি বছর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ও দেশের 'ফার্স্ট ফ্যামিলি' সামগ্রিক ভাবেই এই অনুষ্ঠান পরিচালনা করেন। এমন এক ঐতিহ্যমণ্ডিত অনুষ্ঠানে ডাক পান খুব কম অতিথিই। কেবল মাত্র হাই প্রোফাইল ব্যক্তি ছাড়া কেউ সেখানে যাওয়ার সুযোগই পান না। আর এহেন অনুষ্ঠানেই হাজির হলেন 'মার্ডার' গার্ল।

মল্লিকা যে পোস্ট করেছেন, তাতে তাঁকে হোয়াইট হাউসের দরজার দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আবার সন্ধ্যাবেলায় তিনি ফার জ্যাকেট ও গোলাপি পোশাক পরিহিত অবস্থাতেও দেখা গিয়েছে মল্লিকাকে। ছবির পাশাপাশি অতিথিদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের ভিডিও-ও শেয়ার করেছেন অভিনেত্রী। লিখেছেন, 'হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে ডাক পাওয়াটা সম্পূর্ণ ভাবেই বিমূর্ত ব্যাপার- কৃতজ্ঞ রইলাম।'

পোস্টটি সঙ্গে সঙ্গে নজরে পড়ে যায় নেট ভুবনের। নানা মন্তব্যে ভরে যায় কমেন্ট সেকশন। অনেকেই প্রশংসা করেন মল্লিকার লুকের। তাঁকে শুভ কামনাও জানান কেউ কেউ। এরই পাশাপাশি ছিল খোঁচা। একজন লেখেন, 'অভিনন্দন! কিন্তু আপনি আমন্ত্রণ পেলেন কী করে? আমি কৌতূহলী।' আরেকজন লেখেন, 'লোকদেখানি।'

প্রসঙ্গত, 'মার্ডার' ছবির মাধ্যেই রাতারাতি সেলেব হয়ে ওঠেন মল্লিকা। তবে সম্প্রতি তাঁর বহু ছবিই সেভাবে দর্শক টানেনি। শেষবার যে ছবিতে তাঁকে দেখা গিয়েছে সেটার নাম 'ভিকি বিদ্যা কা উও বালা ভিডিও'। ছবির পার্শ্বচরিত্রে ছিলেন তিনি। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল রাজকুমার রাও ও তৃপ্তি দিমরিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মল্লিকা শেরওয়াত হোয়াইট হাউসে। তাও ঐতিহ্যবাহী ক্রিসমাস ডিনারে।
  • অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন ছবি ও ভিডিও।
  • সেই পোস্ট দেখে প্রশংসা করেছেন অনেকে। আবার ব্যাঁকা প্রশ্নও ছুড়ে দিয়েছেন কেউ কেউ।
Advertisement