সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিশপ্ত ৪ ডিসেম্বর! 'পুষ্পা ২'র প্রিমিয়ারে পদপিষ্টের এক মাস পার হয়ে গেল। এতদিনে আহত শিশু শ্রী তেজকে দেখতে হাসপাতালে গেলেন আল্লু অর্জুন। হাসপাতাল সূত্রে খবর, এখনও কোমাচ্ছন্ন ৯ বছরের শিশু। প্রিয় নায়ক যে পাশেই দাঁড়িয়ে, সেটুকু বোঝার ক্ষমতাও নেই তার।
ফাইল ছবি
গত বছরের ৫ ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা ২: দ্য রুল।’ তার ঠিক আগের দিন ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে হয় প্রিমিয়ার। সেখানে যাওয়াই কাল হয় আল্লু অর্জুনের। প্রিয় তারকার আসার খবরে কাতারে কাতারে মানুষ সন্ধ্যা থিয়েটারে ভিড় করে। এই ভিড়ে পদপিষ্ট হয়েই রেবতী নামের অনুরাগীর মর্মান্তিক মৃত্যু হয়। রেবতীর ৯ বছরের শ্রী তেজকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ফাইল ছবি
বিষয়টি নিয়ে শোকপ্রকাশ করেছিলেন আল্লু। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় ১৩ ডিসেম্বর। গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। গ্রেপ্তারির কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যান সুপারস্টার। কিন্তু লালফিতের ফাঁসে সারারাত তাঁকে জেলে কাটাতে হয়। এই ঘটনা রাজনৈতিক মোড় নেয় যখন তেলেঙ্গানার বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে আল্লু অর্জুনকে একহাত নেন AIMIM দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। এর পরই আসরে নামের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। আল্লুকে ‘অমানুষ’ কটাক্ষ করেন তিনি। আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়ির সামনে হানা দেয় উন্মত্ত জনতা। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে রীতিমতো তাণ্ডব চালায়।
এর আগে সাংবাদিক বৈঠকে আল্লু অর্জুন জানিয়েছিলেন, শ্রী তেজকে দেখার ইচ্ছে তাঁর ছিল। কিন্তু বিষয়টি এতটাই জটিল হয়ে গিয়েছে যে হাসপাতালে যেতে পারছেন না। তাছাড়া তিনি গেলে আবারও ভিড় জমে যাবে। শোনা গিয়েছে, এদিন পুলিশের সঙ্গে কথা বলেই KIMS হাসপাতালে গিয়েছিলেন সুপারস্টার। শিশুর পাশে প্রায় মিনিট দশেক ছিলেন তিনি। শ্রী তেজের বাবা ভাস্করের সঙ্গেও কথা বলেন। সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেন। ভাস্কর আল্লুকে জানান, শ্রী তেজের রিকভারি খুবই স্লো। হাসপাতাল সূত্রে খবর, আপাতত জ্বর নেই তাঁর। তাই অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আতঙ্ক এখনও যায়নি। রাইস টিউব দিয়েই খাবার সরবরাহ করা হচ্ছে ৯ বছরের শিশুকে।