shono
Advertisement
Kate Winslet

'অল্প বয়সে মেয়েদেরও চুমু খেয়েছি', কৈশোরের স্মৃতিচারণ কেট উইনস্লেটের

স্রেফ কৌতূহলেই নাকি একাজ করেছিলেন অভিনেত্রী।
Published By: Biswadip DeyPosted: 12:29 PM Dec 28, 2025Updated: 12:29 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৈশোরে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও চুমু খেয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন কেট উইনস্লেট। নায়িকা জানিয়েছেন, স্রেফ কৌতূহলের বশেই এই কাজ করেছিলেন তিনি।

Advertisement

১৯৯৪ সালে কেটের একটি ছবি মুক্তি পেয়েছিল। 'হেভেনলি ক্রিয়েচার্স' নামের সেই ছবিতে নিজের কৈশোরের শেষ দিনগুলোকে মেলাতে পারেন অভিনেত্রী। কেননা তিনিও তখন কৈশোরের একেবারে শেষপ্রান্তে। টিম ডিকিন্সের পডকাস্টে এই বিষয়ে কথা বলতে গিয়ে কেট বলেছেন, ''আমি আজ এমন কিছু বলতে চাই, যেটা কখনও বলিনি। কৈশোরকালে, আমার জীবনের প্রথম কিছু নিবিড় মুহূর্ত আমি কাটিয়েছি মেয়েদের সঙ্গে। কয়েকটা ছেলেকেও চুমু খেয়েছিলাম। কিন্তু কোনও দিকেই আমার তেমন অভিজ্ঞতা ছিল না। তবে জীবনের সেই পর্যায়ে আমি নিশ্চিতভাবেই কৌতূহলী ছিলাম। আমার মনে হয়, দুই নারীর মধ্যে যে গভীর সম্পর্ক হতে পারে তা আমি গভীরভাবে বুঝতে পেরেছিলাম। আমি সেই ঘূর্ণাবর্তে এতটাই দ্রুত জড়িয়ে পড়েছিলাম যে তা স্পষ্টতই আমাদের দু'জনের জন্যই মারাত্মক ক্ষতিকর হয়ে উঠেছিল।''

উল্লেখ্য, কয়েকদিন আগেও এক সাক্ষাৎকারে জীবনের এক কখনও না বলা অভিজ্ঞতা শেয়ার করেছিলেন কেট। তাঁর দাবি, জনপ্রিয় মার্কিন র‍্যাপার ও সংরাইটার এমিনেম তাঁকে নিজের নিতম্বের রোম কামিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। যা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী। সেই ঘটনার কথা বলতে গিয়ে তিনি জানান, ''আমি এমন একটা বিষয়ে কথা বলতে চাই, যেটা কখনও কাউকেই বলিনি। এমিনেম আমাকে বলেছিল ওর নিতম্বের রোম কামিয়ে দিতে। আমার সঙ্গেই এই ধরনের জিনিস হত। ও বলেছিল, আমার নিতম্বের রোমটা একটু কামিয়ে দেবে? আমি বলে দিয়েছিলাম, দুঃখিত। কিন্তু আমি ব্যক্তিগত সাজসজ্জা করে দিই না। আমি এটা করতে পারব না। এটা আমি করি না। এই ঘটনাটার কথা আমি এর আগে কাউকে বলিনি। এবার বললাম।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কৈশোরে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও চুমু খেয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন কেট উইনস্লেট।
  • নায়িকা জানিয়েছেন, স্রেফ কৌতূহলের বশেই এই কাজ করেছিলেন তিনি।
  • এর আগে কেট বলেছিলেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার ও সংরাইটার এমিনেম তাঁকে নিজের নিতম্বের রোম কামিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
Advertisement