সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড ও তারকাদের নিয়ে সোশাল মিডফিয়া ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠির নানা বিতর্কিত মন্তব্য ঘিরে তুমুল আলোচনা হয়েছে। সাপ্রতিককালে সেই ধ্রুব রাঠি ফের উঠে এসেছেন চর্চায়। তার একটাই কারণ, সম্প্রতি সোশাল মিডিয়ায় তাঁর বলি সুন্দরীদের নিয়ে করা কটাক্ষ। যেখানে তিনি দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে জাহ্নবী কাপুর সকলকেই তাঁদের সৌন্দর্য নিয়ে কটাক্ষ করে বলেন 'কৃত্রিম সৌন্দর্য'। আর তারপর থেকেই সোশাল মিডিয়া জুড়ে শুরু হয় চর্চা।
এই বিতর্ক তৈরির নেপথ্যে রয়েছে আরও একটা কারণ, আর তা হল বাংলাদেশে দীপু দাসের মৃত্যুর পর তা নিয়ে জাহ্নবী মুখ খোলার পরেই কাকতালীয়ভাবে ধ্রুবের ওই ভিডিও ইউটিউবে আসে। যেখানে জাহ্নবীর পুরনো ও সাম্প্রতিককালের ছবি দিয়ে থাম্বনেল বানানো হয়েছিল। যা দেখে অনেকেই মন্তব্য করেন যে, জাহ্নবী এমন ঘটনায় প্রতিবাদ জানানোর পরই ধ্রুব রাঠি ইচ্ছাকৃত এমন ভিডিও পোস্ট করেছেন। এবার সেই বিতর্কের সপাটে জবাব দিলেন তিনি। তাঁর যুক্তি দিয়ে বললেন যে, "জাহ্নবী কাপুর বাংলাদেশ নিয়ে পোস্ট করার পরই আমি তাঁকে নিয়ে আধঘণ্টার মধ্যে ভিডিও তৈরি করে ফেলিনি। আমার ওই ভিডিওতি অনেক আগে থেকেই তৈরি ছিল। ওইসময় শুধু পোস্ট করেছিলাম। একটু নিজেদের বুদ্ধি ব্যবহার করুন। যা বোঝানো হবে সবসময় তা বুঝবেন না। বাংলাদেশ নিয়ে আমিও প্রতিবাদী পোস্ট করেছি আগে। সুতরাং এই প্রতিবাদে সরব হওয়া নিয়ে জাহ্নবীকে আমি কেন কটাক্ষ করতে যাব? আমি যা বলি সোজাসুজি বলি। ঘুরিয়ে পেঁচিয়ে নয়। আমি না তোমার বাবাকে ভয় পাই আর না কোনও বলিউড তারকাকে।"
উল্লেখ্য, ‘ধুরন্ধর’কে ধূলিস্যাৎ করার চ্যালেঞ্জ ছোড়ার পর থেকেই নেটভুবনের রোষানলে ধ্রুব রাঠি। জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে অহরহ খোঁটা খেতে হচ্ছে! এমন আবহে আবার বলিমহলের নায়িকাদের ‘কৃত্রিম সৌন্দর্য’ নিয়ে কাটাছেঁড়া করে সমালোনার মুখে পড়েছেন তিনি। ঠিক যেসময়ে অশান্ত বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে গর্জে উঠেছিলেন জাহ্নবী কাপুর, তার ঠিক কিছুক্ষণ বাদেই ‘নকল সুন্দরী’ বলে নায়িকার সমালোচনা করেন ধ্রব রাঠি। আর সেখান থেকেই ছড়ায় বিতর্কের আগুন। যদিও এই নিয়ে এখনও কোনওরকম মুখ খোলেননি জাহ্নবী।
