সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'পুষ্পা ২'র সাফল্যের খুশি নয়, আল্লু অর্জুনের (Allu Arjun) কপালে এখন শুধুই চিন্তার ভাঁজ। পদপিষ্ট কাণ্ডে পুলিশের প্রশ্নের মুখে দক্ষিণী সুপারস্টার। মঙ্গলবার সকাল এগারোটায় তিনি পৌঁছে যান হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায়। তারপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। একের পর এক প্রশ্নবাণ।
ফাইল ছবি
শোনা গিয়েছে, একাধিক প্রশ্ন করা হয়েছে সুপারস্টারকে। কেমন? যেমন -
৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২' সিনেমার প্রিমিয়ারে যে তাঁর যাওয়ার অনুমতি ছিল না তা কি তারকা জানতেন?
আল্লুর এই হল ভিজিটের প্ল্যান কার ছিল?
কোনও পুলিশকর্মী কি তারকাকে পদপিষ্টের ঘটনা জানিয়েছিলেন?
মহিলার মৃত্যুর খবর তিনি কখন জানতে পারেন?
হলের বাইরে অনুরাগীদের সঙ্গে ইন্টারেকশনের অনুমতি কি তারকার ছিল?
প্রসঙ্গত, 'পুষ্পা ২'র প্রিমিয়ারের দুর্ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় তেলেঙ্গানার রাজ্য-রাজনীতি। আগেই নায়ককে একহাত নিয়েছেন AIMIM দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডিও ছেড়ে কথা বলেননি। এমন পরস্থিতিতেই রবিবার সুপারস্টারের বাড়িতে হামলা হয়। এই হামলার নেপথ্যে শাসক দল কংগ্রেস? এমন প্রশ্ন ওঠে। আল্লুর বাড়িতে হামলার নেপথ্যে কংগ্রেসের কোনও হাত নেই বলেই জানিয়ে দিয়েছে দলের মুখপাত্র সামা রামমোহন রেড্ডি।
রবিবার রাতেই আল্লু অর্জুনের বাড়িতে হামলার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ঘটনার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'অভিনেতার বাড়িতে হামলার ঘটনার তীব্র বিরোধিতা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য পুলিশের ডিজি এবং শহরের পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না।' পুলিশের তরফ থেকেও কড়া ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছিল। এদিকে আল্লু এমন পরিস্থিতিতে নিজের অনুরাীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকারও করেছেন তিনি। পদপিষ্টের ঘটনায় গত ১৩ ডিসেম্বর তারকাকে গ্রেপ্তার করা হয়। এখন তিনি জামিনে মুক্ত।