সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে গোটা বিশ্ব মজেছে জিবলি আর্টে। খেলোয়াড় থেকে রাজনীতিবিদ, তারকা থেকে সাধারণ মানুষ- সকলেই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। বাদ যাননি স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চনও। স্রোতে গা ভাসিয়েও বিষয়টি নিয়ে খানিকটা উদ্বেগ প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেতা।

সোমবার নিজের ব্লগে জিবলি নিয়ে মনের কথা লিখেছেন বর্ষীয়ান অভিনেতা। সেখানে তিনি বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, 'আমরা বর্তমানে যা নিয়ে কাজ করছি তা আমাদের চিন্তাভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। তাহলে এই সমস্যার সমাধান কীভাবে সম্ভব?' প্রশ্ন তুলেছেন অভিনেতা। একই সঙ্গে তিনি জিবলি নিয়ে আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, 'বর্তমানে জিবলি পৃথিবীকে গ্রাস করেছে।' সেই সঙ্গে রিলস বানানো নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন অভিনেতা। 'রিল বানানো যোগাযোগের আর একটি জনপ্রিয় কনসেপ্ট, যা মানুষের মনোযোগ কেড়ে নিচ্ছে।' এই দুই বিষয় নিয়েই আশঙ্কা প্রকাশ করেছেন শহেনশা। নেটিজেনরা মনে করছেন নিজের ব্লগের মাধ্যমে এই ভাবেই প্রকৃত শিল্পীদের রুজিরুটি বজায় রাখার মতো বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিগ বি।
উল্লেখ্য, নিজের ব্লগ বানানোর পাশাপাশি বর্তমানে বিগ বি 'কৌন বনেগা ক্রোড়পতি'র নতুন সিজনের প্রস্তুতি শুরু করেছেন। শোনা যাচ্ছে ইতিমধ্যে প্রোমো শুটও সেরে ফেলেছেন অভিনেতা। বিগত কয়েকদিন ধরে শচীন তেণ্ডুলকর থেকে ভিকি কৌশল, পরিণীতি চোপড়া, ক্যাটরিনা কাইফ-সহ জিবলি ট্রেন্ডে নাম লিখিয়েছেন অধিকাংশ বলি তারকাই।