সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "কেউ প্লিজ আমাদের এক সিনেমায় কাস্ট করুন", বছর দুয়েক আগেই ননদ-ভ্রাতৃবধূ একসঙ্গে আর্জি জানিয়েছিলেন। সেই সুযোগ যদিও এখনও পর্যন্ত মেলেনি, তবে এবার ভ্রাতৃবধূর প্রতি ভাইয়ের যত্নের কথা শুনে হতবাক করিনা কাপুর খান। স্বামী সইফ আলি খানের সঙ্গে তুলনা টেনে প্রকাশ্যেই রণবীর কাপুরের মার্কশিটে 'ফুলমার্কস' বসালেন বেবো।
রণবীর সম্পর্কে করিনার তুতোভাই। কাপুর বংশের যে কোনও পার্টিতেই দুই দিদি বেবো এবং লোলোর সঙ্গে রণবীরকে বেশ খোশ মেজাজেই দেখা যায় প্রায়শই। করিনার সেই তুতোভাই রণবীরের সঙ্গেই আলিয়া বছর তিনেক ধরে সুখের ঘরকন্না করছেন। বলিপাড়ার দুই ফিল্মি পরিবার ভাট এবং কাপুররা রণবীর-আলিয়ার মাখোমাখো দাম্পত্য নিয়ে বেজায় খুশি। এবার কাপুর বংশের নবীন প্রজন্মের 'একমাত্র বউমা' আলিয়া ভাটকে নিয়ে কী এমন বললেন করিনা কাপুর খান? সম্প্রতি করিনা কাপুরের টক শোয়ে অংশ নিয়েছিলেন ভাই রণবীর। সেখানেই কথা প্রসঙ্গে অভিনেতা বাবা হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নেন দিদির সঙ্গে। রণবীর বলেন, "আলিয়া যখন অন্তঃসত্ত্বা ছিল, তখন আমি ভীষণই যত্ন নিয়েছি। এই যেমন ধরো, রাহার জন্মের দু'-তিন মাস আগেই কাজ থেকে বিরতি নিয়েছিলাম। এমনকী আলিয়ার সঙ্গে একসপ্তাহ হাসপাতালেও থেকেছি মেয়ের জন্মের পর।"
ভাইয়ের মুখে একথা শুনেই নিজের স্বামীর সঙ্গে তুলনা টানেন বেবো। অভিনেত্রী পালটা দুঃখপ্রকাশ করে বলেন, "তার মানে, তুমি খুব যত্নশীল স্বামী। মানে, এই যেমন সন্তানের জন্মের পর বউয়ের সঙ্গে হাসপাতালে থেকেছো। কিন্তু জেহ-তৈমুর হওয়ার সময়ে সইফ তো আমার সঙ্গে একটা রাতও হাসপাতালে কাটায়নি।" ভাই-বোনের এহেন কথোপকথনের অংশই বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। যা দেখে নেটিজেনদের রসিকতা, 'বেবো কি ভ্রাতৃবধূর প্রতি হিংসে প্রকাশ করলেন?' আবার কারও প্রশ্ন, 'রণবীর-আলিয়ার দাম্পত্য দেখে হিংসে হচ্ছে?' বাস্তবে কিন্তু তেমনটা মোটেই নয়।
কাপুর পরিবারের গৃহলক্ষ্মীর সঙ্গে বেজায় সখ্যতা দিদি-বোনদের। রিধিমা, করিশ্মা, করিনাদের সঙ্গে আলিয়ার সম্পর্ক দারুণ। যে কোনও পারিবারিক অনুষ্ঠানেই তাঁদের একসঙ্গে আড্ডার দিতে দেখা যায়। ভাই রণবীর কাপুরের সঙ্গে বিয়ের আগে থেকেই আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ করিনা কাপুর। গতবছর আলিয়া যখন তাঁর হলিউড ডেবিউ ‘হার্ট অফ স্টোন’-এর জন্য ব্রাজিলে উড়ে গিয়েছিলেন, তখনও মুম্বইতে বসে আলিয়ার চিয়ারলিডার হয়েছেন করিনা কাপুর খান।