shono
Advertisement
Amitabh Bachchan-Agastya Nanda

'তুমিই পরিবারিক ঐতিহ্যের মান রাখবে', 'ইক্কিস' ছবির ট্রেলার দেখে নাতিকে প্রশংসায় ভরালেন অমিতাভ

পর্দায় অগস্ত্যকে দেখে কী লিখলেন অমিতাভ?
Published By: Arani BhattacharyaPosted: 11:36 AM Oct 30, 2025Updated: 12:26 PM Oct 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালে বলিউডে অভিষেক ঘটেছিল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দর। 'আর্চিজ' ছবিতে অভিনয়ের পর ফের তাঁকে দর্শক পেতে চলেছেন পর্দায়। তবে এবার অন্যরকম এক চরিত্রে। কেরিয়ারের দ্বিতীয় ছবি হলেও নিজের সবটুকু উজাড় করে যে অগস্ত্য অভিনয় করেছেন তা বলাই বাহুল্য। তাঁর আগামী ছবি 'ইক্কিস'র ট্রেলার প্রকাশ্যে আসতেই তা বোঝা গেল। চব্বিশ বছর বয়সী অভিনেতা ফুটিয়ে তুলেছেন একুশ বছর বয়সী একটি চরিত্র। এই ছবিতে সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য। যিনি ছিলেন ভারতের পরমবীর প্রাপকদের মধ্যে সর্বকনিষ্ঠ। অগস্ত্যের আগামী এই ছবির ট্রেলার দেখে আবেগে ভাসলেন অমিতাভ বচ্চন নিজে। নিজের এক্স হ্যান্ডেলে অভিনেতা-নাতিকে নিয়ে একটি পোস্ট করেন শাহেনশা। ছোট্ট অগস্ত্যকে বড় হয়ে এইভাবে পর্দায় দেখে কী লিখলেন তিনি?

Advertisement

নিজের ওই পোস্টে অমিতাভ লেখেন, 'অগস্ত্য! তোমার জন্মের পর আমি তোমাকে কোলে নেওয়ার জন্য অপেক্ষা করতে পারিনি। কিছু মাস পর তুমি একটু বেড়ে উঠলে, তখন তোমার ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার দাড়িগুলো নিয়ে তুমি খেলতে। আর আজ তুমি বড়পর্দায় খেলা দেখাচ্ছ যা সারা বিশ্ব দেখতে পাচ্ছে। তুমি আমার জন্য খুব স্পেশাল। আমার সমস্ত আশীর্বাদ ও ভালোবাসা তোমার সঙ্গে রয়েছে। আমি আশা রাখি যে তুমি তোমার কাজের মাধ্যমেই আমাদের পরিবারের ঐতিহ্য বজায় রাখবে।'

উল্লেখ্য, 'ইক্কিস' ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর তা দেখে রীতিমতো দর্শক মনে উন্মাদনার পারদ চড়েছে। এই ছবির ট্রেলারের ছত্রে ছত্রে ফুটে উঠেছে একজন সৈনিকের জীবন। ফুটে উঠেছে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট। শ্রীরাম রাঘবনের এই ছবিতে মুল চরিত্রে অগস্ত্যের পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বনামধন্য অভিনেতা ধর্মেন্দ্র, জয়দীপ অহলওয়াট প্রমুখকে। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৩ সালে বলিউডে অভিষেক ঘটেছিল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দর।
  • 'আর্চিজ' ছবিতে অভিনয়ের পর ফের তাঁকে দর্শক পেতে চলেছেন পর্দায়।
  • তাঁর আগামী ছবি 'ইক্কিস'র ট্রেলার প্রকাশ্যে আসতেই তা বোঝা গেল।
Advertisement