সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাজপোশাকে নানা এক্সপেরিমেন্ট করতে বিনোদুনিয়ার অভিনেত্রীদের জুড়ি মেলা ভার। বিভিন্নসময় বিভিন্ন সাজে তাঁরা চমক দিতে ভালোবাসেন নিজের অনুরাগীদের। সেই তালিকায় রয়েছেন এই প্রজন্মের অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ইদানিং তাঁকে যেন একটু বেশিই সাজ ও পোশাকে নানা ব্যাতিক্রমি বিষয় তৈরি করতে ভালোবাসেন। এবারেও একইভাবে নিজের দর্শক অনুরাগীদের চমকে দিলেন তিনি। শুধু সৌন্দর্যেই নয় একইসঙ্গে তাঁর পোশাকের দাম শুনেও চোখ কপালে ওঠার জোগাড়।
তবে এই প্রথম নয়, এর আগে বিকিনি লুকে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেও অনন্যা চর্চায় উঠে এসেছিলেন। খোলামেলা লুকে রোদের আভায় পোড়া তাঁর তামাটে রঙের ত্বকের ছবি সোশাল মিডিয়ায় তুলে ধরেছিলেন অনন্যা। সেই সময় তাঁর এই সাহসী লুক নিয়ে কম চর্চা হয়নি। উল্লেখ্য, প্রাক্তন কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবিতে ফের পর্দায় ধরা দেবেন অনন্যা। পুরোদমে সারছেন সেই ছবিরই প্রচার। বড়দিনে মুক্তি পাবে এই ছবি। দুই তারকার যুগলবন্দি বড়পর্দায় চাক্ষুষ করার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।
