shono
Advertisement

Breaking News

Ananya Panday

নতুন ছবির প্রচারে 'ভিন্টেজ' সাজে অনন্যা, পোশাকের দাম শুনলে চোখ কপালে উঠবে

সাজপোশাকে নানা এক্সপেরিমেন্ট করতে বিনোদুনিয়ার অভিনেত্রীদের জুড়ি মেলা ভার।
Published By: Arani BhattacharyaPosted: 11:25 AM Dec 21, 2025Updated: 11:25 AM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাজপোশাকে নানা এক্সপেরিমেন্ট করতে বিনোদুনিয়ার অভিনেত্রীদের জুড়ি মেলা ভার। বিভিন্নসময় বিভিন্ন সাজে তাঁরা চমক দিতে ভালোবাসেন নিজের অনুরাগীদের। সেই তালিকায় রয়েছেন এই প্রজন্মের অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ইদানিং তাঁকে যেন একটু বেশিই সাজ ও পোশাকে নানা ব্যাতিক্রমি বিষয় তৈরি করতে ভালোবাসেন। এবারেও একইভাবে নিজের দর্শক অনুরাগীদের চমকে দিলেন তিনি। শুধু সৌন্দর্যেই নয় একইসঙ্গে তাঁর পোশাকের দাম শুনেও চোখ কপালে ওঠার জোগাড়।

Advertisement

তবে এই প্রথম নয়, এর আগে বিকিনি লুকে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেও অনন্যা চর্চায় উঠে এসেছিলেন। খোলামেলা লুকে রোদের আভায় পোড়া তাঁর তামাটে রঙের ত্বকের ছবি সোশাল মিডিয়ায় তুলে ধরেছিলেন অনন্যা। সেই সময় তাঁর এই সাহসী লুক নিয়ে কম চর্চা হয়নি। উল্লেখ্য, প্রাক্তন কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবিতে ফের পর্দায় ধরা দেবেন অনন্যা। পুরোদমে সারছেন সেই ছবিরই প্রচার। বড়দিনে মুক্তি পাবে এই ছবি। দুই তারকার যুগলবন্দি বড়পর্দায় চাক্ষুষ করার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁর লুক দেখে যেমন মুগ্ধ হয়েছেন সকলে তেমনই তাঁর এই পোশাকের দাম শুনেও অবাক হয়েছে নেটপাড়া।
  • অনন্যার এই পোশাকের দাম নাকি সাতান্ন হাজার টাকা।
  • অনন্যার এই 'ভিন্টেজ' লুক যেমন পছন্দ হয়েছে নেটিজেনদের তেমনই চর্চায় উঠে এসেছে তাঁর পোশাকের দামও।
Advertisement