সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ নভেম্বর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। তাঁর অসুস্থতার খবরে বিচলিত হয়েছিল বলিউড থেকে আমজনতা। ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবরও। যা শুনে রীতিমতো মনখারাপ হয়েছিল সকলের। পরবর্তীকালে তাঁর পরিবারের তরফে এই খবর ভুয়ো বলে নিশ্চিত করা হয়। দায়িত্বশীল চ্যানেলগুলির তরফে এমন ভুল খবর সম্প্রচারে রীতিমতো ক্ষুব্ধ দেওল পরিবার।
এরমধ্যেই ধর্মেন্দ্র (Dharmendra) হাসপাতালে ভর্তি থাকাকালীন সেখানে হঠাৎই ভিড় জমিয়েছিলেন আমজনতা থেকে পাপারাজ্জি সকলেই। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ। এবার বুধবার তিনি বাড়ি ফেরার পরেই বাড়ির বাইরে ছবিশিকারিদের এমন জটলা দেখে রীতিমতো চটলেন সানি দেওল (Sunny Deol)। বাড়ির বাইরে পা রাখতেই দেখেন একদল ছবিশিকারির ভিড়। আর তা দেখে ক্ষুব্ধ সানি বলে ওঠেন, "আপনাদের লজ্জা করে না? আপনাদের পরিবারে সদস্যরা নেই? নির্লজ্জের মতো ছবি তুলে যাচ্ছেন? আপনাদের লজ্জা হওয়া উচিত।" সানির এই ভিডিও সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।
অন্যদিকে, ধর্মেন্দ্র বাড়ি ফেরার পর প্রথম তিনি কেমন আছেন তা জানান, হেমা মালিনী। ধর্মেন্দ্র কেমন আছেন তা বলতে গিয়ে হেমা বলেন, “এটা আমার ও আমাদের পরিবারের জন্যও অত্যন্ত কঠিন সময়। ধর্মেন্দ্রর সন্তানরাও খুবই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তবে উনি যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এতে আমি অনেকটা নিশ্চিন্ত হতে পেরেছি। একের পর এক বিনিদ্র রাত কাটছে আমাদের। এখন তাঁর কাছে পরিবার ও প্রিয়জনদের থাকার প্রয়োজন। বাকি সবটাই এখন ঈশ্বরের হাতে। ওনার দ্রুত আরোগ্য কামনা করবেন।”
