shono
Advertisement

Breaking News

তিন দশক বাদে রূপা-অঞ্জন জুটির 'প্রত্যাবর্তন', শহুরে ইঁদুর দৌড়ে 'ক্ষয়িষ্ণু' জীবনের গল্প বলবে ছবি

রূপা গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্তের পাশাপাশি আর কাদের দেখা যাবে ছবিতে?
Published By: Sandipta BhanjaPosted: 06:37 PM Jan 30, 2026Updated: 06:37 PM Jan 30, 2026

শম্পালী মৌলিক: পরিচালক সমর্পণ সেনগুপ্তর প্রথম ফিচার ফিল্ম ‘প্রত্যাবর্তন’। প্রথম ছবিতেই ‘ড্রিম কাস্ট’ পেয়েছেন বলা চলে। এই ছবির সুবাদেই বহুদিন পর একসঙ্গে পাওয়া যাবে অঞ্জন দত্ত এবং রূপা গঙ্গোপাধ্যায়কে। পাশাপাশি অন্যতম প্রধান চরিত্রে জুটি বেঁধেছেন অপরাজিতা আঢ্য ও শিলাজিৎ মজুমদার।

Advertisement

পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেল, আদ্যন্ত পারিবারিক ছবি। সমর্পণ বলছেন, "এই ফিল্ম একদম সমসাময়িক বিষয় নিয়ে। সব ছবির একটা ক্রাইসিস থাকে, এখানে ক্রাইসিস এই সময়ের। এবং প্রতিটা ঘরে। শহরে শুধু নয়, গ্রামেও একই বিষয় দেখেছি– মানুষ ভীষণ একা। স্বামী-স্ত্রী কিংবা সন্তান প্রত্যেকে নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকলেও আমরা প্রত্যেকে ইনডিভিজুয়াল। আমাদের চাহিদা যত বাড়ছে, একাকিত্ব তত বাড়বে। সেই একাকিত্বর বিষয় এবং কনটেক্সট নিয়েই ছবি। দেখেছি বাবা-মা সন্তানকে নিয়ে ফিরছে স্কুল থেকে, হতে পারে দুজনেই ফোন নিয়ে ব্যস্ত। বাচ্চাটি নিজের মনে কিছু করছে। স্বামী-স্ত্রীর মধ্যে কথাই হয় না। বা বয়স্করা তো কথা বলার সঙ্গীই পায় না। কাজের পরে সবাই ফোনে ব্যস্ত। আমাদের এমপ্যাথির জন্য কোনও সময় নেই। কথা বলার সময় নেই। এমন ভাবনা নিয়েই 'প্রত্যাবর্তন'।"

অপরাজিতা আঢ্য ও শিলাজিৎ মজুমদার, ছবি- ফেসবুক

ছবির শুটিং হয়েছে পুরুলিয়া ও কলকাতা মিলিয়ে। ছবিতে পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা ড. দীপঙ্কর সান্যাল ও তাঁর স্ত্রী শালিনী, তাদের তিন বছরের মেয়েকে নিয়ে কলেজে শিক্ষকতার চাকরি ছেড়ে কলকাতায় চলে আসে। শহুরে জীবনের সুযোগ-সুবিধায় সন্তানকে বড় করবে, এই ভাবনায়। ক্রমশ জীবনের দৌড় পরিবারটিকে গ্রাস করে আত্মকেন্দ্রিকতায়। তাদের মেয়ে একাকিত্ব ভুলে থাকার উপায় হিসাবে সমাজমাধ্যমেই নিজেকে খুঁজে চলে। ঘটনাক্রমে পরিবারটি একটা সংকটের মুখে পড়ে। তারপর কী কী হয়? এই নিয়েই ছবির চিত্রনাট্য। এই দম্পতির ভূমিকায় অপরাজিতা ও শিলাজিৎ। আর তাদের বাবা-মায়ের চরিত্রে অঞ্জন দত্ত ও রূপা গঙ্গোপাধ্যায়।

'বো ব্যারাকস', 'দত্ত ভার্সেস দত্ত', 'যুগান্ত'র বহু বছর পরে কোনও ফিল্মের অনেকটা পরিসরজুড়ে তাঁদের জুটিতে পাওয়া যাবে। পরিচালক সমর্পণ আরও জানালেন, “আপনি সময়কে গুরুত্ব দেবেন, নাকি আপনার গুরুত্বগুলোকে সময় দেবেন?– ইদানীংকালে এই প্রশ্নটা ছোট্ট কিন্তু কঠিন। সেই উত্তরের প্রতিচ্ছবি ‘প্রত্যাবর্তন”। ছবিতে এছাড়াও রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবরঞ্জন নাগ, অরুণাভ খাসনবিশ, অলোক সান্যাল, আর জে দীপ, রূপা ভট্টাচার্য, ডা. কৌশিক ঘোষ, সুপ্রভ ঠাকুর প্রমুখ। মিউজিক করছেন বনি চক্রবর্তী। ক্যামেরার দায়িত্বে গোপী ভগৎ। সবকিছু ঠিকঠাক চললে অভিজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত ছবিটি পয়লা বৈশাখের আগে মুক্তি পাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement