আম্বানিদের মেগাবাজেট অনুষ্ঠান হোক বা মণীশ মালহোত্রার প্রি-দিওয়ালি পার্টি, বি-টাউনের হেন কোনও অনুষ্ঠান নেই যেখানে তাঁর উপস্থিতি চর্চিত হয় না! রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে সুহানা খান, জাহ্নবী কাপুর, নাইসা দেবগন, সকলের প্রিয় ওরহান আত্রামানি ওরফে ওরি। কখন কাকে কী বলেন?… বলিপাড়ার এই 'সেলেব ইনফ্লুয়েন্সার'কে নিয়ে পাপারাজ্জিরাও তটস্থ হয়ে থাকেন। এবার এলভিশ যাদবের পডকাস্টে এসে এমন মন্তব্য করলেন, যা নিয়ে চর্চার অন্ত নেই!
ওরি জানান, বিগত আট বছর ধরে এক দম্পতি সন্তানসুখ লাভের চেষ্টায় ছিলেন। কিন্তু শত চেষ্টা করেও ব্যর্থ হন তাঁরা। পরে নাকি ওই ব্যক্তি ওরির দ্বারস্থ হয়েছিলেন। আর তাতেই কেল্লাফতে! ওরির মন্তব্য, "ওই ব্যক্তি আমাকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন, ওরি আমার সন্তান হচ্ছে না। তুমি কি কোনওভাবে সাহায্য করতে পারো? উনি আমাকে পুরুষাঙ্গ স্পর্শ করার প্রস্তাব দিয়েছিলেন। আমিও অমত করিনি। বলেছিলাম, আমার ছোঁয়ায় কাজ হলে আমি সাহায্য করতেই পারি। তবে দিনের দিনই আমার পারিশ্রমিক মিটিয়ে দিতে হবে!" এরপরই কাহানি মে টুইস্ট!
'সেলেব ইনফ্লুয়েন্সার' ওরি, ছবি- সোশাল মিডিয়া
ওই ব্যক্তির উদ্দেশে ওরি বলেন, "আমার ছোঁয়ায় যদি আপনার অচল পুরুষাঙ্গ সক্ষম হয়। তাহলে আমি স্পর্শ করতেই পারি। করলামও তাই। আমি ওর পুরুষাঙ্গ ভালো করে ছুঁয়ে দিই..."- এটুকু শুনেই এলভিশ যাদবের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয়েছিল! কিন্তু বলিপাড়ার 'সেলেব ইনফ্লুয়েন্সার' এখানেই থামতে চাননি! একধাপ এগিয়ে ওরির সংযোজন, "৮ বছর ধরে ওর স্ত্রী গর্ভধারণ করতে পারছিলেন না। কিন্তু আমি ওই ব্যক্তির পুরুষাঙ্গ স্পর্শ করার ৩ মাসের মধ্যেই শুনলাম উনি সন্তানসম্ভবা। আমার ছোঁয়ায় নাকি ওই ব্যক্তির এত যৌনআকাঙ্ক্ষা তৈরি হয় যে তিন মাসেই স্ত্রীকে অন্তঃসত্ত্বা করে ফেলেন।" আর পডকাস্টের সেই অংশই আপাতত নেটপাড়ায় ভাইরাল। যা শুনে কারও বা কানে হাত দেওয়ার জোগাড়। কেউ বা সঞ্চালক এলভিশ যাদবের হতভম্ব হওয়া অভিব্যক্তি দেখে হেসে গড়ালেন।
What did I just watch?!?! Oh my god!
byu/Maggi-is-my-name inInstaCelebsGossip
