বছর দুই আগে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি 'দ্য কেরালা স্টোরি' নিয়ে দানা বেঁধেছিল তুমুল বিতর্ক। সেই ছবিতে ইসলাম ধর্মে হিন্দু নারীদের ধর্মান্তকরণের মতো বিষয় দেখিয়ে বিতর্কে জড়িয়েছিল সেই ছবি। যা নিয়ে আসমুদ্রহিমাচল তোলপাড় হয়েছিল। সেই ছবিরই সিক্যুয়েলের টিজার এল প্রকাশ্যে শুক্রবার। আর সেই টিজারে চোখ রাখতেই সেই পুরনো বিতর্ক মনে পড়ে যেতে বাধ্য। ঠিক কী দেখানো হল 'দ্যা কেরালা স্টোরি'র সিক্যুয়েলের টিজারে?
এদিন এই ছবির সিক্যুয়েল 'দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড'-এর টিজারে দেখানো হয়েছে একাধিক ভয়ার্ত নারীর মুখ। তাঁরা কেউ সুরেখা নাইয়ার, নেহা সন্ত। সঙ্গে সেই টিজারে বলা হয়েছে 'আমাদের মেয়েরা প্রেমে পড়ে না, ফাঁদে পড়ে। এবার থেকে আর সহ্য করবে না তারা। ঘুরে দাঁড়াবে।" ২ মিনিট ৬ সেকেন্ডের সেই টিজারে তাঁরা তাঁদের জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা অকপটে বলছেন। জানাচ্ছেন, বড় একটা লক্ষ্য ছিল। কেউ চেয়েছিল আইএএস অফিসার হতে তো কেউ চেয়েছিল নামী নৃত্যশিল্পী হয়ে সমাজে নিজের পরিচয় গড়ে তুলতে। কেউ আবার বলছেন, হিন্দু থেকে ইসলাম ধর্মাবলম্বী হয়েছিলেন শুধু ভালোবাসার মানুষের সঙ্গে সুখে ঘরকন্না করবেন বলে। কিন্তু সেই সুখ সহ্য হয়নি। তাদের সিংহভাগই হয়েছে লাভ জেহাদের শিকার। এমনকী টিজারে এই বার্তাও ভেসে এসেছে যে এ দেশকে মুসলিম অধ্যুষিৎ দেশ বানানোর পরিকল্পনা করা হচ্ছে। আর সেখান থেকেই এই ছবি যে ফের একবার সাম্প্রদায়িকতার বীজ বুনে পুরনো বিতর্ক উসকে দিতে চলেছে সে সম্পর্কে নিশ্চিত ওয়াকিবহালমহল। আগামী ২৭ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে 'দ্য কেরালা স্টোরি' মুক্তি পাওয়ার পর যে বিতর্কের মেঘ ঘনিয়েছিল তা বোধহয় আজও কেউ ভোলেননি। এই ছবিকে দেশের সিংহভাগই 'প্রোপাগান্ডা' ছবির তকমা দিয়েছিল। বিজেপি সরকার এই ছবিকে সমর্থন করলেও অন্যন্য রাজনৈতিক দলগুলি ঘোর বিরোধীতা করেছিল। সাম্প্রদায়িক বীজ বুনে দেশে অসন্তোষ ছড়ানোর অভিযোগে মুক্তির তিনদিনের মাথাতেই বাংলায় নিষিদ্ধ করা হয়েছিল‘দ্য কেরালা স্টোরি’। যা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ।
