shono
Advertisement
Travis Head

কুঁচকিতে চোট, মেলবোর্ন টেস্টে অনিশ্চিত ভারতের 'ত্রাস' ট্র্যাভিস হেড?

মেলবোর্নে অস্ট্রেলিয়া পাবে না জস হ্যাজেলউডকেও।
Published By: Subhajit MandalPosted: 09:29 PM Dec 18, 2024Updated: 09:29 PM Dec 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের সবচেয়ে বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। সেই ট্র্যাভিস হেডের মেলবোর্ন টেস্টে খেলা নিয়ে হঠাৎ অনিশ্চয়তা। শোনা যাচ্ছে, ব্রিসবেন টেস্টে কুঁচকিতে চোট পেয়েছেন হেড। যদিও পরে অজি ব্যাটার নিজেই জানিয়েছেন, মেলবোর্ন টেস্টের আগেই সব ঠিক হয়ে যাবে।

Advertisement

কয়েক দিন ধরেই কুঁচকির চোট নিয়ে ভুগছেন হেড। ব্রিসবেনে প্রথম ইনিংসে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে অবশ্য বেশিক্ষণ ব্যাট করেননি। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ফিল্ডিংয়ে নামেননি। সেকারণেই অনেকের মনে ধারণা তৈরি হয় হেডের চোট হয়তো বেড়েছে। এমনিতে সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে বড় বাধা হেড। সেটা ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হোক বা টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই সিরিজেই বা রেহাই মিলছে কোথায়? অ্যাডিলেডের পর ব্রিসবেনেও সেঞ্চুরি করে গিয়েছেন তিনি। ৫ ইনিংস মিলিয়ে ৪০৯ রান হয়ে গিয়েছে হেডের। বস্তুত হেড এবং স্মিথ ছাড়া বাকি আর কোনও অজি ব্যাটারই সেভাবে ফর্মে নেই। স্বাভাবিকভাবেই মেলবোর্নে হেডকে না পেলে ভালোরকম সমস্যায় পড়ে যাবে অজিরা।

তবে অজি শিবির সূত্রে খবর, হেডকে নিয়ে আশঙ্কার বিশেষ জায়গা নেই। মেলবোর্নে তিনি খেলবেন। হেড নিজেও জানিয়েছেন, সামান্য ব্যাথা অনুভব করলেও মেলবোর্নে খেলতে তাঁর অসুবিধা হবে না। হেডের কথায়, "এই মুহূর্তে আমি যে ভাবে ব্যাট করছি, তাতে আমি সন্তুষ্ট। একটু ব্যথা আছে, তবে আশা করি সব ঠিক হয়ে যাবে।" বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল আপাতত ১-১। এই সিরিজের উপর নির্ভর করছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্ক। অজি অধিনায়ক প্যাট কামিন্সও বলছেন, "হেডকে নিয়ে চিন্তার কারণ নেই। ও ঠিক হয়ে যাবে।"

হেড ফিট হয়ে গেলেও মেলবোর্নে অস্ট্রেলিয়া পাবে না জস হ্যাজেলউডকে। অজি শিবির সূত্রে খবর, চলতি সিরিজে আর খেলার সম্ভাবনা নেই হ্যাজেলউডের। সম্ভবত মেলবোর্নেও তাঁর জায়গায় খেলবেন স্কট বোল্যান্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সেই ট্র্যাভিস হেডের মেলবোর্ন টেস্টে খেলা নিয়ে হঠাৎ অনিশ্চয়তা।
  • শোনা যাচ্ছে, ব্রিসবেন টেস্টে কুঁচকিতে চোট পেয়েছেন হেড।
  • পরে অজি ব্যাটার নিজেই জানিয়েছেন, মেলবোর্ন টেস্টের আগেই সব ঠিক হয়ে যাবে।
Advertisement